অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান, রায়পুর

অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান রায়পুর
নীতিবাক্যArogyam Sukha Sampada
বাংলায় নীতিবাক্য
স্বাস্থ্য হল সম্পদ ও সুখ
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০ জুন ২০১২; ১২ বছর আগে (20 June 2012)
বৃত্তিদান ১১.২৪ বিলিয়ন (ইউএস$ ১৩৭.৩৯ মিলিয়ন) (২০২১–২২, আনুমানিক)
সভাপতিজর্জ ডি’সুজা[]
পরিচালকড. নিতিন এম. নাগারকার[]
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১৪২[]
শিক্ষার্থী৬৬০[]
স্নাতক৫০০[]
স্নাতকোত্তর১৬০[]
অবস্থান, ,
২১°১৫′২৭″ উত্তর ৮১°৩৪′৩৯″ পূর্ব / ২১.২৫৭৩৮৭১° উত্তর ৮১.৫৭৭৫০৫৬° পূর্ব / 21.2573871; 81.5775056
শিক্ষাঙ্গনশহুরে
১০৩.৬৩ একর (০.৪ কিমি)[]
ওয়েবসাইটwww.aiimsraipur.edu.in
মানচিত্র

অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান রায়পুর (এইমস রায়পুর) ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে অবস্থিত একটি মেডিকেল কলেজচিকিৎসা গবেষণার সরকারি বিশ্ববিদ্যালয়। এটি ২০১২ সালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার (পিএমএসএসওয়াই) অধীনে প্রতিষ্ঠিত ছয়টি এইমস স্বাস্থ্যসেবাসমূহের মধ্যে একটি এবং ভারত সরকারের স্বায়ত্তশাসিতভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে কাজ করে।

বিদ্যায়তন

এইমস রায়পুর রায়পুর শহরের তাতিবাঁধ গুরুদ্বারের কাছে জিই রোডে অবস্থিত। মোট ₹৮৪০ কোটি (ইউএস$১১০ মিলিয়ন) ব্যয়ে নির্মিত, এইমস রায়পুর ১০৩.৬৩ একর (০.৪ বর্গকিমি) এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে হাসপাতাল ও কলেজ কমপ্লেক্স ৬৩.৮৫ একর (০.৩ বর্গকিমি) ও আবাসিক কমপ্লেক্স ৩৯.৭৮ একর (০.২ বর্গকিমি) দখল করে রয়েছে।

রায়পুরের প্রধান শহরে সহজে প্রদেশ প্রবেশযোগ্য স্থানে অবস্থিত হওয়ায়, প্রতিষ্ঠানটি ছত্তিশগড়, পূর্ব মহারাষ্ট্রের কিছু অংশ (বিদর্ভ অঞ্চল), মধ্যপ্রদেশওড়িশা সহ মধ্য ভারতের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার চাহিদা চিকিৎসা পরিষেবা সেব্রাহ সরবরাহ করে। মহাবিদ্যালয়টি স্বামী বিবেকানন্দ বিমানবন্দর থেকে ২৬ কিলোমিটার ও রায়পুর জংশন রেলওয়ে স্টেশন থেকে ১০.৬ কিলোমিটার দূরে অবস্থিত।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Notification of president nomination" (পিডিএফ)PMSSY। ৩১ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২১ 
  2. Jamal Ayub (৩০ আগস্ট ২০১২)। "Government appoints directors of AIIMS-like institutes"The Times of India। ১৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২১ 
  3. "NIRF 2021" (পিডিএফ)। AIIMS Raipur। 
  4. "Built at a cost of Rs840 crore, the Raipur AIIMS is spread over an area of 103.63 acres" 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!