অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস, মঙ্গলাগিরি (এআইআইএমএস মঙ্গলাগিরি বা এআইআইএমএস-এমজি) হল একটি চিকিৎসা গবেষণামূলক সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, যা ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার মঙ্গলাগিরি তাদেপাল্লে মিউনিসিপ্যাল কর্পোরেশনে অবস্থিত। এটি জুলাই ২০১৪ সালে ঘোষিত চারটি "ফেজ-৪" অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) এর মধ্যে একটি। এটি গুন্টুর ও বিজয়ওয়াড়ার মধ্যে অবস্থিত।
ইতিহাস
২০১৪ সালের জুলাই মাসে,[৩] ২০১৪-১৫ সালের বাজেট বক্তৃতায়,[৪] অর্থমন্ত্রী অরুণ জেটলি অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চল এবং উত্তর প্রদেশের পূর্বাঞ্চল অঞ্চলে[৩] তথাকথিত "ফেজ-৪" ইনস্টিটিউটের অধীনে চারটি নতুন এইমস স্থাপনের জন্য ₹ ৫০০ কোটি (ইউএস$ ৬১.১২ মিলিয়ন) বাজেট ঘোষণা করেছিলেন।[৪] মন্ত্রিসভা দ্বারা ২০১৫ সালের অক্টোবর মাসে ₹ ১,৬১৮ কোটি (ইউএস$ ১৯৭.৭৭ মিলিয়ন) সহ মঙ্গলগিরিতে এইমস অনুমোদিত হয়েছিল।[৪] স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে শুরু হয়।[৪]
শিক্ষা
ইতোমধ্যে, এইমস মংলাগিরি ৫০ জন শিক্ষার্থী নিয়ে সিদ্ধার্থ মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস থেকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ শুরু করেছে। পরবর্তী ২০১৯-২০ শিক্ষাবর্ষে, আরও ৫০ জন শিক্ষার্থী প্রতিষ্ঠানে যোগদান করেছে। স্থায়ী ক্যাম্পাসে ১২৫ জন শিক্ষার্থী নিয়ে ২০২০-২১ ব্যাচের প্রথম ব্যাচ ভর্তি হয়। [৫] স্থায়ী ক্যাম্পাসে বহির্বিভাগের রোগী বিভাগ (ওপিডি) ২০১৯ সালের মার্চ মাসে কাজ শুরু করে।[৬]
আরো দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ