হেইলুংচিয়াং[টীকা ১] (চীনা: 黑龙江; ফিনিন: Hēilóngjiāngⓘ)গণপ্রজাতন্ত্রী চীনের একটি প্রদেশ। এটি চীনের উত্তর-পূর্ব অংশে অবস্থিত। "হেইলুংচিয়াং" কথাটির অর্থ কৃষ্ণ ড্রাগনের নদী। এটি প্রকৃতপক্ষে আমুর নদীর চীনা নাম। চীনা এক-অক্ষরে সংক্ষেপে প্রদেশটিকে হেই (黑; ফিনিন: Hēi) নামে ডাকা হয়। মাঞ্চু ভাষাতে অঞ্চলটিকে "সাহালিয়ান উলা" (অর্থাৎ "কৃষ্ণ নদী") নামে ডাকা হয়। হেইলুংচিয়াং প্রদেশের দক্ষিণে আছে চিলিন প্রদেশ এবং পশ্চিমে অন্তর্দেশীয় মঙ্গোলিয়া। উত্তরে ও পূর্বে রাশিয়ার সাথে সীমান্ত আছে। আমুর নদী চীন-রুশ উত্তর সীমান্ত নির্ধারণ করেছে। হেইলুংচিয়াং প্রদেশের চীনের সর্ব-উত্তরস্থিত বিন্দুটি অবস্থিত (আমুর নদীর তীরে মোহে কাউন্টি)। এছাড়া চীনের সর্ব-পূর্বের বিন্দুটিও এই প্রদেশেই অবস্থিত (আমুর নদী ও উস্সুরি নদীর সঙ্গমস্থল)।
অর্থনীতি
জিডিপি বিচারে এই রাজ্য চীনের পিছিয়ে পরা রাজ্যগুলোর একটি যার জিডিপি মান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সমতুল্য। এই রাজ্যে চীনের বৃহত্তম তৈল ক্ষেত্র ডাকিঙ তেলক্ষেত্র অবস্থিত , যা দৈনিক ৮০০,০০০ ব্যারেল তেল উৎপাদন করে।
রাষ্ট্যায়ত্ত হারবিন উড়োজাহাজ শিল্প গোষ্ঠী এখানে অবস্থিত। এখানে ব্রাজিলীয় এম্ব্রের লিগেসি ৬৫০ বাণিজ্য জেটবিমান , হারবিন সামরিক হেলিকপ্টার প্রস্তুত করা হয়।
↑"Doing Business in China – Survey"। Ministry Of Commerce – People's Republic Of China। ৫ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৩।