লতিবান ইউনিয়ন

লতিবান
ইউনিয়ন
৪নং লতিবান ইউনিয়ন পরিষদ
লতিবান চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
লতিবান
লতিবান
লতিবান বাংলাদেশ-এ অবস্থিত
লতিবান
লতিবান
বাংলাদেশে লতিবান ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৫′৪৬″ উত্তর ৯১°৫৫′০″ পূর্ব / ২৩.২৬২৭৮° উত্তর ৯১.৯১৬৬৭° পূর্ব / 23.26278; 91.91667 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাখাগড়াছড়ি জেলা
উপজেলাপানছড়ি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৪১০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

লতিবান বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত পানছড়ি উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

জনসংখ্যার উপাত্ত

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১০,২৫৯জন। এর মধ্যে জন ৫,২২৪বৌদ্ধ, ৪,৮২২জন হিন্দু, ১৪৬জন খ্রিস্টান ও ৬৭জন মুসলিম।[]

অবস্থান ও সীমানা

পানছড়ি উপজেলার সম্পূর্ণ দক্ষিণাংশ জুড়ে লতিবান ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে পানছড়ি ইউনিয়নউল্টাছড়ি ইউনিয়ন, পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নআমতলী ইউনিয়ন, দক্ষিণে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়ন এবং পূর্বে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

লতিবান ইউনিয়ন পানছড়ি উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পানছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৮নং নির্বাচনী এলাকা পার্বত্য খাগড়াছড়ি এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

শিক্ষা প্রতিষ্ঠান

কলেজ ১টি,

কুড়াদিয়াছড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

উচ্চ বিদ্যালয় ১টি,

নালকাটা উচ্চ বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

সড়ক।দুর্বল ও নাজুক অবস্থা।

খাল ও নদী

লতিবান ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে চেঙ্গী নদী। লতিবান ছড়া নামে এলাকার মধ্যে খ্যাত আছে।এ ছড়ায় জন্মানো "লতি"বাঁশ থেকে এই নামের উৎপত্তি। এ ছাড়াও নালকাটা খাল,কুড়াদিয়া ছড়া উল্লেখযোগ্য।

হাট-বাজার

উপজেলার পানছড়ি ইউনিয়নে অবস্থিত পানছড়ি বাজার উপজেলা তথা জেলার ২য় বৃহত্তম বাজার। কুড়াদিয়াছড়া হাট বাজার উল্লেখযোগ্য।

দর্শনীয় স্থান

  • লতিবান আদর্শ বৌদ্ধ বিহার
  • শীলাচার অরণ্য কুটির
  • সৈকত বেকারী (তন্ডুল) পিঠা তৈরি করা হয়।
  • রাবার ড্যাম (ব্রীজ সহ)
  • চেঙ্গী নদী
  • মায়াবেনী লেক
  • জনসংঘ বৌদ্ধ বিহার,নবীন চন্দ্র কার্বারী পাড়া
  • যতনি হরি মন্দির

জনপ্রতিনিধি

ভুমিধর রোয়াজা

চেয়ারম্যান ৪নং লতিবান ইউনিয়ন পরিষদ।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!