মানচিত্র
কবাখালী বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত দীঘিনালা উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
কবাখালী ইউনিয়নের আয়তন ১১,৫২০ একর (৪৬.৬২ বর্গ কিলোমিটার)।
জনসংখ্যার উপাত্ত
২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১৭,৯৩৭জন। এর মধ্যে ৯,১১২জন মুসলিম, ৮,৭০৬জন বৌদ্ধ, ৬৯জন খ্রিস্টান ও ৫০জন হিন্দু। [১]
অবস্থান ও সীমানা
দীঘিনালা উপজেলার দক্ষিণাংশে কবাখালী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে দীঘিনালা ইউনিয়ন; পশ্চিমে বোয়ালখালী ইউনিয়ন; দক্ষিণে মেরুং ইউনিয়ন এবং পূর্বে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়ন, বঙ্গলতলী ইউনিয়ন ও সাজেক ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
কবাখালী ইউনিয়ন দীঘিনালা উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দীঘিনালা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৮নং নির্বাচনী এলাকা পার্বত্য খাগড়াছড়ি এর অংশ।
খাল ও নদী
কবাখালী ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে মাইনী নদী।
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ