মানচিত্র
দীঘিনালা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত দীঘিনালা উপজেলার একটি ইউনিয়ন।
অবস্থান ও সীমানা
দীঘিনালা উপজেলার মধ্যাংশে দীঘিনালা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে বাবুছড়া ইউনিয়ন, পশ্চিমে বোয়ালখালী ইউনিয়ন, দক্ষিণে কবাখালী ইউনিয়ন এবং পূর্বে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন অবস্থিত।
জনসংখ্যার উপাত্ত
২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১৪,৮৬৬জন। এর মধ্যে ১৪,৪০৮জন বৌদ্ধ, ৯৫জন মুসলিম, ৩৬জন হিন্দু, ২৭জন খ্রিস্টান।[১]
প্রশাসনিক কাঠামো
দীঘিনালা ইউনিয়ন দীঘিনালা উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দীঘিনালা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৮নং নির্বাচনী এলাকা পার্বত্য খাগড়াছড়ি এর অংশ।
খাল ও নদী
দীঘিনালা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে মাইনী নদী।
হাট-বাজার
দীঘিনালা ইউনিয়নের প্রধান হাট-বাজার হল দীঘিনালা থানা বাজার। আরো আছে,
১.বড়াদম বাজার।(শুক্রবার)
২.আনন্দ বাজার।(বুধবার)
দর্শনীয় স্থান
- ত্রিপুরা মহারাজ গোবিন্দ মাণিক্য কর্তৃক খননকৃত দীঘি
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ