রোড রাম গোপাল বর্মা প্রযোজিত ও রজত মুখার্জী পরিচালিত ২০০২ সালের ভারতীয় হিন্দি ভাষার পথ থ্রিলার চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করে মনোজ বাজপেয়ী, বিবেক ওবেরয়, ও অন্তরা মালী।[১][২] বাড়ি থেকে পালিয়ে যাওয়া প্রেমিক-প্রেমিকা অরবিন্দ (বিবেক ওবেরয়) ও লক্ষ্মী (অন্তরা মালী) দিল্লি থেকে যোধপুর যাওয়ার পথে এক হাইওয়েতে পাগল (বিজয় রাজ) ও হিচিকার বাবু (মনোজ বাজপেয়ী), যে কিনা ধারাবাহিক চিত্তবিকারগ্রস্থ খুনী হিসেবে হাজির হয়, বুদ্ধিমান ট্রাকচালক ইন্দরপাল (মকরন্দ দেশপাণ্ডে) এবং দায়িত্বজ্ঞানহীন পাগলাটে পুলিশের (সায়াজী শিন্দে) সাথে সাক্ষাৎ হয়।[৩]
অভিনয়শিল্পীদল
সঙ্গীত
|
১. | "রোড কে হর মোড় পে" | গ্যারি লয়ার ও তনিষ্ঠা | |
২. | "মখমলি ইয়ে বদন" | সঞ্জিবনী ও সোনু নিগম | |
৩. | "রাস্তে রাস্তে" | সুনিধি চৌহান ও বিনোদ রাঠোড় | |
৪. | "খুল্লাম খুল্লা প্যায়ার" | সোনু নিগম ও সুনিধি চৌহান | |
৫. | "তুফান সা জোর হ্যায় হাম মেঁ" | সুনিধি চৌহান ও কৃষ্ণকুমার কুন্নথ | |
৬. | "পেহলি নজর মেঁ" | মোহিত চৌহান ও সুনিধি চৌহান | |
৭. | "রোড রেজ: যন্ত্রসঙ্গীত" | | |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
---|
পরিচালিত চলচ্চিত্র | |
---|
লেখক ও প্রযোজক | |
---|