রায়পুরা উপজেলা থেকে ৪ কিলোমিটার উত্তরে অবস্থিত।দক্ষিন পূর্বদিকে রায়পুরা পৌরসভা,পশ্চিম দিকে চান্দেরকান্দি ইউনিয়ন,পুর্বদিকে দৌলতকান্দি ইউনিয়ন এবং দক্ষিন দিকে কাকন নদী। রায়পুরা ইউনিয়নের সবচেয়ে বিখ্যাত গ্রাম হচ্ছে "রাজপ্রাসাদ"।
ইতিহাস
প্রশাসনিক এলাকা
আয়তন ও জনসংখ্যা
৭০ বর্গকিলোমিটার। জনসংখ্যাঃ ১৫০০০ জন।
শিক্ষা
শিক্ষার হার : ৫৩ শতাংশ।
শিক্ষা প্রতিষ্ঠানরায়পুরা ইউনিয়নে কোনো কলেজ নেই। তবে একটি উচ্চ বিদ্যালয়সহ মোট ১০টি বিদ্যালয় রয়েছে।
দর্শনীয় স্থান
সাহারখোলা মেঘনর বালু মাঠ।
ছ্রাটাবণ ছুইজ গেইট সাহারখোলা।
৩ কিলোমিটার লম্বা বালুর চর।
রায়পুরা ইউনিয়নের সৌন্দর্য এখন ফ্রেশ কোম্পানির বালুর চর।