মির্জারচর বাংলাদেশের নরসিংদী জেলার রায়পুরা থানাধীন প্রত্যন্ত চরাঞ্চলে অবস্থিত একটি ইউনিয়ন। কতসালে এই ইউনিয়নটি প্রতিষ্ঠা করা হয়, এই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
প্রশাসনিক এলাকা
আয়তন ও জনসংখ্যা
শিক্ষা
শিক্ষার হার :
প্রায় ৮০%
শিক্ষা প্রতিষ্ঠান
মির্জারচর ইউনিয়নে ১ টি হাইস্কুল, ৫ টি প্রাইমারি স্কুল, ২ টি ক্বওমী মাদ্রাসা, ১ টি ক্বওমী বালিকা মাদ্রাসা এবং ৫ টি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে।
দর্শনীয় স্থান
নানাবিধ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মির্জারচর ইউনিয়ন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলোঃ ১। স্বচ্ছ জলের ধারা নিয়ে অবিরাম ছুটে চলা মেঘনা নদী। ২। নবনির্মিত শান্তিপুর বেরীবাঁধ ৩। নির্জন গার্ডেন বা শান্তিপুর প্রেম বাগান ইত্যাদি।
উল্লেখযোগ্য ব্যাক্তিত্ব
মির্জারচর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান জনাব মৃত জাফর ইকবাল মানিক,চেয়ারম্যান হবার পরে মির্জারচর ইউনিয়নে যতটুক পরিবর্তন এসেছে,
১-বিদ্যুতিক কারেন্ট
২-শান্তিপুর টু মির্জারচর বাজার কাঁচা রাস্তা
৩-ব্রিজ
৪- প্রতিটা গ্রামের নিদিষ্ট জায়গায় গোসল করার ঘাটলা
মির্জারচর ইউনিয়ন এর শ্রেষ্ঠ সন্তান মানিক চেয়ারম্যান