মানচিত্র
চালাকচর ইউনিয়ন বাংলাদেশের নরসিংদী জেলার মনোহরদী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
প্রশাসনিক এলাকা
গ্রাম সমুহঃ-
- পশ্চিম চালাকচর
- মধ্য চালাকচর(কলাবাজার)
- পূর্ব চালাকচর
- চালাকচর
- হাফিজপুর: ওয়ার্ড- ৭,৮,৯,ও ৫ এর ৭০% ।
- চেঙ্গাইন
- বাঘবের
- চুঙ্গিবিল
- মাছিমপুর কাচারী
মৌজা চারটি
১) হাফিজপুর
২) চেঙ্গাইন
৩) চালাকচর
৪) বাঘবের
ইতিহাস
শিক্ষা
- চালাকচর বহুমূখী উচ্চ বিদ্যালয়(১৯৩৩)
- চালাকচর বালিকা উচ্চ বিদ্যালয়
- হাফিজপুর উচ্চ বিদ্যালয়(১৯৭২)
- মাধুপুর উচ্চ বিদ্যালয়
- ৯ নং হাফিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়(১৯১৬)
- হাফিজপুর উওরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাঘবের সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়
- পূর্ব চালাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম চালাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাফিজপুর তামুকান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চেঙ্গাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- যুগবাণী উন্মুক্ত পাঠাগার (Public Library)
অর্থনীতি
প্রধান অর্থনীতি ধান, কলা, কুটি শিল্প
উল্লেখযোগ্য স্থান ও স্থাপনা
- যুগবাণী উন্মুক্ত পাঠাগার
- হাফিজপুর সরকারি শিশু পরিবার (বালক)
- হাফিজপুর পাচঁতারা বাইতুল আমান জামে মসজিদ
- রুনা সিনেমা, চালাকচর।
- চালাকচর গরু বাজার
- চালাকচর কলা বাজার
- চালাকচর পান বাজার(কলাবাজার)
- চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়
- চালাকচর বালিকা উচ্চ বিদ্যালয়
- হাফিজপুর উচ্চ বিদ্যালয়ি
- হাফিজপুর সপ্রাবি(১৯১৬)
- মাধুপুর কাচারী উচ্চ বিদ্যালয়
- চালাকচর কেন্দ্রীয় জামে মসজিদ
কৃতি ব্যক্তিত্ব
- সরদার সাখাওয়াত হোসেন বকুল, সাবেক সংসদ সদস্য (নরসিংদী-৪)
- বীর মুক্তিযোদ্ধা আমির আলী
তথ্যসূত্র
- ↑ "Union Parishad List"। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- ↑ "চালাকচর ইউনিয়ন"। chalakcharup.narsingdi.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৩।