মুগ্ধ মঞ্চ

মুগ্ধ মঞ্চ
২০২৪ সালে মুগ্ধ মঞ্চ
মানচিত্র
পূর্ণ নামশহীদ মুগ্ধ মঞ্চ
প্রাক্তন নাম
  • রবীন্দ্র সরণি বটমূল (প্রাক-২০১৬)
  • ভাষাসৈনিক কবি মাহবুব উল আলম চৌধুরী মঞ্চ (২০১৬–২০১৯)
  • বঙ্গবন্ধু মুক্তমঞ্চ (২০১৯–২০২৪)
অবস্থানসাঙ্গাম মোড়, রবীন্দ্র সরণি, সেক্টর ৭, উত্তরা মডেল টাউন, ঢাকা, বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৫২′০২″ উত্তর ৯০°২৩′৩৬″ পূর্ব / ২৩.৮৬৭২৬৪৯° উত্তর ৯০.৩৯৩৩৬৭৪° পূর্ব / 23.8672649; 90.3933674
মালিকঢাকা উত্তর সিটি কর্পোরেশন
চালু
  • ১২ ফেব্রুয়ারি ২০১৬; ৮ বছর আগে (2016-02-12) (অনুষ্ঠানস্থল হিসেবে)
  • ১৯ মার্চ ২০২২; ২ বছর আগে (2022-03-19) (মঞ্চ হিসেবে)

মুগ্ধ মঞ্চ ঢাকায় অবস্থিত একটি উন্মুক্ত সাংস্কৃতিক কাঠামো ও অনুষ্ঠানস্থল। এটি উত্তরার ৭ নং সেক্টরের রবীন্দ্র সরণির পশ্চিম প্রান্তে ২০ নং সড়কের সংযোগস্থলে বটমূলের পাশে অবস্থিত। ২০১৬ সালে পথনাটক আয়োজন করার সময় বাংলা ভাষা আন্দোলনের কর্মী মাহবুব উল আলম চৌধুরী স্মরণে মঞ্চের স্থানটির নাম ভাষাসৈনিক কবি মাহবুব উল আলম চৌধুরী মঞ্চ রাখা হয়। গীতাঞ্জলি ললিতকলা একাডেমির দাবির ফলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পরবর্তীতে সেখানে একটি উন্মুক্ত মঞ্চ নির্মাণ করে। ২০২২ সালে মঞ্চটি বঙ্গবন্ধু মুক্তমঞ্চ নামে উদ্বোধন করা হয়েছিল। ২০২৪ সালে জুলাই গণহত্যায় শহীদ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ স্মরণে এটির নাম পরিবর্তন করে বর্তমান নাম রাখা হয়।

ইতিহাস

২০১৬ সালে ঢাকার উত্তরার রবীন্দ্র সরণিতে অবস্থিত বটমূলে গীতাঞ্জলি ললিতকলা একাডেমি একটি পথনাট্যোৎসব আয়োজন করে যা ছিল অত্র এলাকায় আয়োজিত পথনাটকের সর্বপ্রথম উদ্যোগ। পথনাটক মঞ্চায়নের স্থান বাংলা ভাষা আন্দোলনের কর্মী মাহবুব উল আলম চৌধুরী স্মরণে নামকরণ করা হয়েছিল।[] উত্তরায় সাংস্কৃতিক অবকাঠামোর অভাব থাকায় সংগঠনগুলো অনুষ্ঠান আয়োজনের জন্য সেখানে একটি উন্মুক্ত অনুষ্ঠানস্থল নির্মাণের দাবি করে আসছিল। ২০১৯ সালে একই স্থানে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বইমেলা, আলোচনাসভা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছিল। সে অনুষ্ঠান চলাকালে গীতাঞ্জলি ললিতকলা একাডেমির পক্ষে মাহবুব আমিন মিঠু একটি মঞ্চ নির্মাণের প্রস্তাব করলে তা সমর্থনের সহিত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় তাকে। অনুষ্ঠানে নজরুল গবেষক রফিকুল ইসলাম প্রস্তাবিত মঞ্চটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখার প্রস্তাব দেন।[] ২০২০ সালে জানা যায় যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তরার সর্বপ্রথম সাংস্কৃতিক উন্মুক্ত মঞ্চ নির্মাণকাজ শুরু করেছে।[] ২০২১ সাল অনুযায়ী মুক্তমঞ্চের নির্মাণকাজ চলমান ছিল।[] ১৯ মার্চ ২০২২ সালে আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্যে নির্মিত মুক্তমঞ্চের উদ্বোধন করা হয়।[] জুলাই গণহত্যায় উত্তরার আজমপুরে শহীদ হওয়া শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ স্মরণে ২০২৪ সালে এটির নাম পরিবর্তন করে ‘মুগ্ধমঞ্চ’ রাখা হয়।[]

কার্যক্রম ও উদযাপন

২০১৫ সালে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে বটমূলে ১৭ ও ১৮ ডিসেম্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।[] ২০১৮ সালে বসন্ত উৎসব উপলক্ষে থিয়েটার অঙ্গনের উদ্যোগে মঞ্চে পথনাট্যোৎসব আয়োজিত হয়।[] একই বছরের ২৩ মার্চে বটমূলে ঢাকা চলচ্চিত্র আন্দোলনের উদ্যোগে উন্মুক্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় যেখানে নির্বাচিত ১২টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল।[] এরপর ৮ নভেম্বরে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ মুক্তমঞ্চে উত্তরা সাংস্কৃতিক উৎসবের প্রথম আয়োজন উদ্বোধন করেন।[১০] ২০২০ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিবাগত রাতে সাংস্কৃতিক জগতের তারকাগণ মঞ্চে শিল্পী লিটন করের উদ্যোগে আয়োজিত আলপনা আঁকার আয়োজনে অংশ নেয়।[১১] একই বছরে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর প্রেক্ষাপটে গীতাঞ্জলি ললিতকলা একাডেমি মুক্তমঞ্চে ত্রাণ বিতরণ করে।[] এরপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর ব্যাপারে জনগণকে সচেতন করতে হাত ধোয়া কর্মসূচির অংশ হিসেবে মুক্তমঞ্চে একটি হাত ধোয়ার বেসিন এবং সাবান ও পানির ব্যবস্থা করে।[১২] ২০২১ সালে উত্তরা কালচারাল সোসাইটির আয়োজনে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।[১৩] ২০২২ সালে জাতীয় গণহত্যা স্মরণ দিবসবাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তরা আর্টিস্ট অ্যাসোসিয়েশন মুক্তমঞ্চে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে।[১৪] এরপর মঞ্চে বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে একাধিক সংগঠনের সংশ্লিষ্টতায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।[১৫] ২০২৩ সালে শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে মুক্তমঞ্চে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।[১৬] পরবর্তী বছরেও একই অনুষ্ঠানস্থলে শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালিত হয়েছিল।[১৭] সেই বছরের ৩ আগস্টে মুক্তমঞ্চে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রকাশ করা হয়।[১৮] আগস্ট ২০২৪-এর বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বরে মুক্তমঞ্চে পদ্মপুরাণ, কুড়া পক্ষীর শূন্যে উড়া, ওরা ৭ জন এবং সাঁতাও চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল।[১৯] মঞ্চটি ২০২৪ সালে দুর্গাপূজা আয়োজনে জন্য নির্ধারিত হয়।[২০]

তথ্যসূত্র

  1. "উত্তরায় পথনাট্যোৎসব শুরু"প্রথম আলো। ১৩ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪ 
  2. "উত্তরায় প্রতিষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ!"জনকণ্ঠ। ১৬ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪ 
  3. "গীতাঞ্জলির ব্যতিক্রমী উদ্যোগ"জনকণ্ঠ। ১ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪ 
  4. "উত্তরায় 'বঙ্গবন্ধু মুক্তমঞ্চ' তৈরি করবে ডিএনসিসি"বাংলা ট্রিবিউন। ২২ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪ 
  5. "জোড়, বিজোড় নম্বরের গাড়ি আলাদা দিনে চললে যানজট কমবে, বললেন মেয়র আতিক"দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। ২০ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪ 
  6. পারভেজ, মাসুদ (১৪ আগস্ট ২০২৪)। "উত্তরায় মুগ্ধ মঞ্চ"ইনকিলাব। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪ 
  7. "হেমন্ত সন্ধ্যায় ছায়ানটে পঞ্চভাস্করের সঙ্গীত ও নৃত্য- মুগ্ধ দর্শকশ্রোতা"জনকণ্ঠ। ১৩ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪ 
  8. "ছায়ানটের বসন্তবরণ"কালের কণ্ঠ। ২৪ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪ 
  9. "দুটি শাখায় পুরস্কৃত 'জল ও পানি'"একুশে টেলিভিশন। ২৬ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪ 
  10. "উত্তরায় ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত"বাংলানিউজ২৪.কম। ১১ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪ 
  11. "একুশের আলপনা আঁকলেন শিল্পীরা (ফটো অ্যালবাম)"বাংলা ট্রিবিউন। ২১ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪ 
  12. শফিক, শাহেদ (১৯ মে ২০২০)। "কাজে আসেনি ডিএনসিসির সেই হাত ধোয়ার বেসিন!"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪ 
  13. "নেতৃত্বের দুর্বলতায় ৫০ বছরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি: জি এম কাদের"প্রথম আলো। ১৬ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৪ 
  14. কুণ্ডু, অপূর্ব কুমার (১৭ এপ্রিল ২০২২)। "উত্তরায় আলো ছড়াচ্ছে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ"আমাদের সময়। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪ 
  15. রায়হান, ইফতেখার (১৫ এপ্রিল ২০২২)। "উত্তরায় এক মঞ্চে নানা সংগঠনের বর্ষবরণ"নিউজবাংলা২৪.কম। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪ 
  16. "ছুটির দিন কাটুক সুরে-সংলাপে: রাজধানীতে আজ কোথায়, কী আয়োজন"প্রথম আলো। ১৭ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪ 
  17. মন্ডল, নাজমুল ইসলাম (১৭ মার্চ ২০২৪)। "উত্তরায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করলেন খসরু চৌধুরী এমপি"আমার সময়। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪ 
  18. "উত্তরায় সন্তানের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন অভিভাবকবৃন্দের শোক সমাবেশ"মুক্তি অনলাইন। ৪ আগস্ট ২০২৪। ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৪ 
  19. "বন্যার্তদের সহায়তায় উত্তরার প্রদর্শনীতে চার সিনেমা"বিডিনিউজ২৪.কম। ৩০ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪ 
  20. "উত্তরায় মুগ্ধ মঞ্চে দুর্গাপূজার আয়োজন"কালবেলা। ২৬ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

আরও পড়ুন

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!