২০২১ সালের নভেম্বরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে অনাপত্তি সনদ (এনওসি) পাওয়ার পর, এয়ারলাইনটি তাদের কার্যক্রম ২০২২ সালের জানুয়ারিতে শুরু করবে জানায়।[৫] তবে এয়ার অপারেটর সার্টিফিকেট অর্জনের জন্য তাদেরকে চালুর তারিখ পিছিয়ে দিতে হয়। নভেম্বরে এয়ারলাইনটিকে তার কার্যক্রম শুরু করার অনুমতি পায়।[৬] এয়ার অ্যাস্ট্রা ২০১৩ সালের পর বাংলাদেশে চালু হওয়া প্রথম বেসরকারী বিমান সংস্থা। ২৪ নভেম্বর ২০২২ তারিখে এয়ার অ্যাস্ট্রা প্রথম ফ্লাইট পরিচালনা ঢাকাকে কেন্দ্র করে কক্সবাজার ও চট্টগ্রামে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।[৭] ২৩ ফেব্রুয়ারি ২০২৩ সিলেটে তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করে[৮][৯]। ১৪ মে ২০২৩ থেকে ঢাকা-সৈয়দপুর রুটে উড়োজাহাজ চালু করেছে এয়ার অ্যাস্ট্রা।[১০]
সদর দপ্তর
এয়ারলাইনটির কর্পোরেট সদর দপ্তর ঢাকার উত্তরার সিয়াম টাওয়ারে অবস্থিত।
এয়ারলাইনটি দুইটি এটিয়ার ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে এবং ২০২৩ সালের ১৮ জানুয়ারি এয়ার অ্যাস্ট্রার বহরে আরোও একটি এটিয়ার ৭২-৬০০ যুক্ত হয়। এয়ারলাইনটি ২০২৩ সালের মধ্যে তার মোট বহরের সংখ্যা ১০ এ উন্নীত করার পরিকল্পনা করছে।[১১]
২০২৩ সালের মার্চ পর্যন্ত, এয়ার অ্যাস্ট্রা বহরে নিম্নলিখিত বিমানগুলি রয়েছে: