বেনিয়াপুকুর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিধানসভা কেন্দ্র। ১৯৫২ সালের বিধানসভা নির্বাচনেই শুধু এই কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল।[১] ১৮৮৯ সালে বেনিয়াপুকুর ও বালিগঞ্জ অঞ্চল দু’টি কলকাতা পৌরসংস্থার অন্তর্ভুক্ত হয়।[১] বেনিয়াপুকুর-বালিগঞ্জই ছিল কলকাতার একমাত্র দুই আসন-বিশিষ্ট বিধানসভা কেন্দ্র।[২] একটি আসন তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত ছিল এবং অপর আসনটি ছিল অসংরক্ষিত।[২]
উক্ত নির্বাচনে দু’টি আসনে জয়লাভ করেছিলেন যোগেশচন্দ্র গুপ্ত ও পুলিনবিহারী খাতিক। দু’জনেই ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী।[৩] নির্দল প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী যোগেন্দনাথ মণ্ডল ও ড. এ. এম. ও. গনি।[৩][৪]
তথ্যসূত্র
কলকাতার নির্বাচনী কেন্দ্র |
---|
লোকসভা কেন্দ্র | | |
---|
অধুনালুপ্ত লোকসভা কেন্দ্র | |
---|
বিধানসভা কেন্দ্র | |
---|
অধুনালুপ্ত বিধানসভা কেন্দ্র | |
---|
|
---|
বর্তমান কেন্দ্র | |
---|
অধুনালুপ্ত কেন্দ্র | |
---|