চণ্ডীপুর (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার একটি বিধানসভা কেন্দ্র। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ২০১১ সালে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র অস্তিত্ব লাভ করে। ২০১১ থেকে ২০২১ পর্যন্ত অমিয় ভট্টাচার্য ও ২০২১ থেকে সোহম চক্রবর্তী বিধায়ক।
এলাকা
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ২১১ নং চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রটি চণ্ডীপুর সমষ্টি উন্নয়ন ব্লক এবং বেনোডিয়া, বিভীষণপুর, গুরগ্রাম, কাকরা, মহম্মদপুর-১ এবং মহম্মদপুর-২ গ্রাম পঞ্চায়েত গুলি ভগবানপুর সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত। [১]
চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রটি ৩১ নং কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[১]
বিধানসভার বিধায়ক
। [[পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১।
২০২১]]।||||সোহম চক্রবর্তী||
তৃণমূল কংগ্রেস
|}
নির্বাচনী ফলাফল
২০১৬
বছর |
পার্টি |
ফলাফল |
প্রার্থী নাম |
ভোট
|
২০১৬ |
এআইটিসি |
জয়ী |
অমিয়কান্তি ভট্টাচার্য (কাবলু) |
৯৫৯৮২
|
২০১৬ |
সিপিএম |
রানার আপ |
মঙ্গল চন্দ্র প্রধান |
৮৬৩২৮
|
Result:
http://www.indiavotes.com/ac/details/9/36878/249 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে
২০১১
তথ্যসূত্র
|
---|
বর্তমান কেন্দ্র | |
---|
অধুনালুপ্ত কেন্দ্র | |
---|