বেলগাছিয়া পূর্ব বিধানসভা কেন্দ্র

বেলগাছিয়া পূর্ব বিধানসভা কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি অধুনা-অবলুপ্ত বিধানসভা কেন্দ্র।

সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশ অনুসারে, বেলগাছিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রটি ২০১১ সালে অবলুপ্ত হয়েছে।[]

এই বিধানসভা কেন্দ্রটি দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।[]

ফলাফল

১৯৭৭-২০০৯

২০০৯ সালে এই কেন্দ্রের বিধায়ক সুভাষ চক্রবর্তীর মৃত্যুর পর এখানে যে উপনির্বাচন হয়, তাতে তৃণমূল কংগ্রেসের সুজিত বসু সিপিআই(এম)-এর রমলা চক্রবর্তীকে পরাজিত করেন। সিপিআই(এম)-এর সুভাষ চক্রবর্তী ১৯৭৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাত বার এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। ২০০৬ ও ২০০১ সালে তিনি তৃণমূল কংগ্রেসের সুজিত বসুকে এখান থেকে পরাজিত করেন। ১৯৯৬ সালে তিনি জাতীয় কংগ্রেসের অরুণাভ ঘোষকে পরাজিত করেন। ১৯৯১ ও ১৯৮৭ সালে তিনি কংগ্রেসের কুমারেশ বসুকে পরাজিত করেন। ১৯৮২ সালে তিনি কংগ্রেসের শ্যামল ভট্টাচার্যকে পরাজিত করেন। ১৯৭৭ সালে তিনি জনতা পার্টির সমীর চট্টোপাধ্যায়কে পরাজিত করেন।[][][]

১৯৫১-১৯৭২ (বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র)

এই পর্বে একটিমাত্র বেলগাছিয়া কেন্দ্র ছিল। ১৯৭২ সালে কংগ্রেসের গণপতি সুর এখান থেকে নির্বাচিত হন। ১৯৭১, ১৯৬৯ ও ১৯৬৭ সালে সিপিআই(এম)-এর লক্ষ্মীচরণ সেন এখান থেকে নির্বাচিত হন। ১৯৬২, ১৯৫৭ ও ১৯৫১ সালে সিপিআই-এর গণেশ ঘোষ এখান থেকে নির্বাচিত হয়েছিলেন।[]

পাদটীকা

  1. "Delimitation Commission Order No. 18 dated 15 February 2006" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। পশ্চিমবঙ্গ সরকার। ২০১০-০৯-১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১১-১৫ 
  2. "Statistical Report on General Elections, 2004 to the 14th Lok Sabha" (পিডিএফ)Volume III Details For Assembly Segments Of Parliamentary Constituencies (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০১০-১১-১৫ 
  3. "West Bengal State Assembly Byelections 2009" (ইংরেজি ভাষায়)। Indian Election Affairs। ২০১১-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১১-১৫ 
  4. "Results of bye – elections to the 31 (thirty one) Assembly Constituencies and 1(one) Lok Sabha Constituency" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ২০১৩-১১-১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১১-১৫ 
  5. "139 - Belgachia East Assembly Constituency"১৯৭৭ থেকে দল অনুযায়ী তুলনা (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০১০-১১-১৫  অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  6. "Statistical Reports of Assembly Elections"সাধারণ নির্বাচনের ফলাফল এবং পরিসংখ্যান (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ২০১০-১০-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১১-১৫ 


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!