বদরুল আনাম সৌদ

বদরুল আনাম সৌদ
জন্ম১৯৭৫
জাতীয়তাবাংলাদেশী
পেশাটেলিভিশন ও চলচ্চিত্র পরিচালক
দাম্পত্য সঙ্গীসুবর্ণা মুস্তাফা (বি. ২০০৮)

বদরুল আনাম সৌদ হলেন একজন বাংলাদেশী টেলিভিশন ও চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও চিত্রসম্পাদক। তার জন্ম ১৯৭৫ সালে তিনি গহীন বালুচর চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালকশ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

কর্মজীবন

সৌদ ২০১৫-১৬ অর্থবছরে গহীন বালুচর চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান লাভ করেন।[] চলচ্চিত্রটি ২০১৭ সালের ডিসেম্বর মাসে মুক্তি পায়। ত্রিভুজ প্রেমের ছবিটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন আবু হুরায়রা তানভীর, জান্নাতুল ফেরদৌস মুননীলাঞ্জনা নীলা[] চলচ্চিত্রটি ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সাতটি বিভাগে পুরস্কৃত হয়[] এবং সৌদ শ্রেষ্ঠ পরিচালকশ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে পুরস্কার অর্জন করেন।[] ২০১৭ সালের ঈদুল আযহায় তার পরিচালিত তোমায় হৃদ মাঝারে রাখবো টেলিভিশন নাটক চ্যানেল আইতে প্রচারিত হয়।[]

২০১৮ সালের ঈদুল ফিতরে তার রচিত ও পরিচালিত অক্ষর থেকে ওঠে আসা মানুষ এবং তার রচিত ও আরিফ খান পরিচালিত নুরুল আলমের বিয়ে টেলিভিশন নাটক দুটি প্রচারিত হয়। দুটি নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা।[][] ২০১৯ সালের এপ্রিল মাস থেকে বাংলাদেশ টেলিভিশনে তার পরিচালিত টেলিভিশন ধারাবাহিক লুকোচুরি লুকোচুরি গল্প প্রচারিত হচ্ছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সুবর্ণা মুস্তাফা ও নীলাঞ্জনা নীলা।[][]

ব্যক্তিগত জীবন

সৌদের স্ত্রী সুবর্ণা মুস্তাফা

সৌদ ডল্‌স হাউজ সোপ অপেরা সহ-পরিচালনার সময় এর কেন্দ্রীয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সাথে সম্পর্কে জড়ান। ২০০৮ সালের ৭ই জুলাই মাসে তিনি ঢাকা উত্তরায় এক পারিবারিক আয়োজনে এই অভিনেত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[১০][১১]

২০১৯ সালের ২রা ফেব্রুয়ারি তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে ঢাকার পপুলার হাসপাতালে ও পরে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। তার হার্টে ব্লক ধরা পড়লেও তিনি শঙ্কামুক্ত ও সুস্থ্য হয়ে ওঠেন।[১২][১৩]

সমালোচনা

২০২৪ সালে সংঘটিত কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার উপর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন চলাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন বদরুল আনাম সৌদ। আন্দোলন চলাকালীন সময়ে বদরুল আনাম সৌদ সহ স্বৈরাচার আওয়ামী পন্থী শিল্পীদের একাংশ চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে হোয়াটসঅ্যাপে 'আলো আসবেই' নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।[১৪][১৫] অসহযোগ আন্দোলন পরবর্তী সময়ে ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।[১৬][১৭]

চলচ্চিত্রের তালিকা

চলচ্চিত্র

বছর চলচ্চিত্রের শিরোনাম ভূমিকা সূত্র
পরিচালক লেখক প্রযোজক সম্পাদক
২০১১ খণ্ডগল্প ১৯৭১ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
২০১৭ গহীন বালুচর হ্যাঁ [১৮]
২০২৩ শ্যামা কাব্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ [১৯]

টেলিভিশন

পরিচালনা
  • তোমায় হৃদ মাঝারে রাখবো (২০১৭)
  • অক্ষর থেকে ওঠে আসা মানুষ (২০১৮)
  • লুকোচুরি লুকোচুরি গল্প (২০১৯)
টেলিভিশন অনুষ্ঠান

পুরস্কার ও সম্মাননা

বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
২০১৯ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক গহীন বালুচর বিজয়ী [২১]
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা

তথ্যসূত্র

  1. "সৌদকে সুবর্ণার অভিনন্দন"দৈনিক প্রথম আলো। ১৬ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  2. "মুক্তি পেল ত্রিভুজ প্রেমের 'গহীন বালুচর'"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৯ ডিসেম্বর ২০১৭। ২৯ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  3. "ঢাকা অ্যাটাক, পুত্র ও গহীন বালুচরের জয়জয়কার"দৈনিক সমকাল। ৮ নভেম্বর ২০১৯। ৯ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  4. "২০১৭-১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা"দৈনিক জনকন্ঠ। ৭ নভেম্বর ২০১৯। ৯ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  5. "ঈদের নাটকে সুবর্ণা মুস্তাফা"একুশে টেলিভিশন। ২ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  6. "আবার একসঙ্গে"দৈনিক মানবজমিন। ২৮ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  7. "আবার নাটকে আফজাল, সুবর্ণা ও মৌ"দৈনিক প্রথম আলো। ৯ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  8. "সুবর্ণা-নীলার নাটক প্রচার শুরু"দৈনিক ভোরের কাগজ। ১৮ এপ্রিল ২০১৯। ৯ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  9. "সৌদের নাটক দিয়ে ফিরলেন সুবর্ণা"বাংলাদেশ প্রতিদিন। ১৫ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  10. "Actress Subarna Mustafa marries TV play director Soud"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৯ জুলাই ২০০৮। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  11. "সুবর্ণা মুস্তাফার বিবাহবার্ষিকীতে তারকাদের শুভেচ্ছা"প্রিয়.কম। ৮ জুলাই ২০১৮। ৯ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  12. "শঙ্কামুক্ত নির্মাতা বদরুল আনাম সৌদ"দৈনিক মানবজমিন। ৩ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  13. "নির্মাতা বদরুল আনাম সৌদ হাসপাতালে"বাংলাদেশ প্রতিদিন। ৩ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  14. "আন্দোলন নিয়ে আওয়ামীপন্থী শিল্পীদের কথোপকথন ভাইরাল"প্রথম আলো। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪ 
  15. "আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢালতে বলেন অরুণা বিশ্বাস!"ভোরের কাগজ। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪ 
  16. "ছাত্রদের ওপর গরম পানি ঢালতে বলেন অরুণা বিশ্বাস!"বাংলা নিউজ ২৪। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪ 
  17. "ছাত্রদের ওপর 'গরম পানি' ঢেলে দিতে বলেন কয়েকজন শিল্পী"দৈনিক ইত্তেফাক। ৩ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪ 
  18. "২৮টি হলে বদরুল আনাম সৌদের 'গহীন বালুচর'"দৈনিক ভোরের কাগজ। ২৯ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  19. "চলতি মাসেই মুক্তি পাচ্ছে 'শ্যামা কাব্য'"banglanews24.com। ২০২৩-১১-০৭। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৮ 
  20. "'আমার আমি'তে সুবর্ণা মুস্তাফা ও নির্মাতা বদরুল আনাম সৌদ"দৈনিক ইনকিলাব। ৮ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  21. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যাঁরা"দৈনিক প্রথম আলো। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ