পূর্ব চম্পারণ জেলা (হিন্দি: पूर्वी चंपारण ज़िला) হল ভারতেরবিহাররাজ্যের ৩৯টি জেলার অন্যতম। এই জেলার সদর শহর মোতিহারি। জেলাটি তিরহূত বিভাগের অন্তর্গত। বর্তমানে পূর্ব চম্পারণ জেলা রেড করিডোরের অন্তর্গত। ২০১১ সালের জনগণনা অনুসারে, এই জেলাটি পাটনা জেলার পরই বিহারের দ্বিতীয় সর্বাধিক জনবহুল জেলা।[১]
২০১১ সালের জনগণনা অনুসারে, পূর্ব চম্পারণ জেলার জনসংখ্যা ৫,০৮২,৮৬৮।[১] এই জেলার জনসংখ্যা সংযুক্ত আরব আমিরশাহি[৪] বা মার্কিন যুক্তরাষ্ট্রেরকলোরাডো রাজ্যের জনসংখ্যার প্রায় সমান।[৫] জনসংখ্যার হিসেবে ভারতের ৬৪০টি জেলার মধ্যে এই জেলার স্থান ২১তম।[১] এই জেলার জনঘনত্ব ১,২৮১ জন প্রতি বর্গকিলোমিটার (৩,৩২০ জন/বর্গমাইল)।[১] ২০০১-২০১১ দশকে এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২৯.০১%।[১] পূর্ব চম্পারণ জেলার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৯০১ জন মহিলা[১] এবং সাক্ষরতার হার ৫৮.২৬%।[১]
↑US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২০১১-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-০১। United Arab Emirates
5,148,664line feed character in |উক্তি= at position 21 (সাহায্য)
↑"2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২০১১-০৮-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০। Colorado
5,029,196line feed character in |উক্তি= at position 9 (সাহায্য)
↑M. Paul Lewis, সম্পাদক (২০০৯)। "Bhojpuri: A language of India"। Ethnologue: Languages of the World (16th সংস্করণ)। Dallas, Texas: SIL International। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।