আওরঙ্গাবাদ জেলার আয়তন ৩,৩৮৯ বর্গকিলোমিটার (১,৩০৯ মা২)।[১] এই জেলার আয়তন রাশিয়ারভয়গাচ দ্বীপের আয়তনের প্রায় সমান।[২] এই জেলার উল্লেখযোগ্য নদনদীগুলি হল সোন, পুনপুন, আওরঙ্গা, বতানে, মোরহার ও আর্দ্রি।
আওরঙ্গাবাদ জেলা দুটি মহকুমায় বিভক্ত। এগুলি হল: আওরঙ্গাবাদ ও দাউদনগর। এই দুটি মহকুমা আবার নিম্নোক্ত ব্লকগুলিতে বিভক্ত। যথা: মদনপুর, কুটুম্ববা, দাউদনগর, আওরঙ্গাবাদ, বারুন, ওবরা, দেও, নবিনগর, হাসপুরা, গোহ ও রফিগঞ্জ।
জনপরিসংখ্যান
২০১১ সালের জনগণনা অনুসারে, আওরঙ্গাবাদ জেলার জনসংখ্যা ২,৫১১,২৪৩।[৪] এই জেলার জনসংখ্যা কুয়েত রাষ্ট্র[৫] বা মার্কিন যুক্তরাষ্ট্রেরনেভাডা রাজ্যের জনসংখ্যার প্রায় সমান।[৬] জনসংখ্যার হিসেবে ভারতের ৬৪০টি জেলার মধ্যে এই জেলার স্থান ১৭২তম।[৪] এই জেলার জনঘনত্ব ৭৬০ জন প্রতি বর্গকিলোমিটার (২,০০০ জন/বর্গমাইল)।[৪] ২০০১-২০১১ দশকে এই জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২৪.৭৫%।[৪] আওরঙ্গাবাদ জেলায় লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৯১৬ জন মহিলা
[৪] এবং সাক্ষরতার হার ৭২.৭৭%।[৪]
↑ কখMinistry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme"(পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল(পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১।
↑US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১। Kuwait 2,595,62
↑"2010 Resident Population Data"। U.S. Census Bureau। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১। Nevada 2,700,551