পাইখেল

পাইখেল
দেশপাকিস্তান
অঞ্চলপাঞ্জাব
জেলামিয়ানওয়ালী জেলা
সময় অঞ্চলপিএসটি (ইউটিসি+৫)

পাইখেল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালী জেলার প্রশাসনিক উপবিভাগের একটি শহর ও ইউনিয়ন পরিষদ।[] এটি মিয়ানওয়ালী তহসিলের একটি অন্যতম অঞ্চল হিসেব পরিচালিত হয়ে থাকে এবং ৩২°৪৭'১৬এন৭১°৩৫'৮ই দ্রাঘিমাংশে অবস্থান করছে।[]

পাইখেল উপজাতির মূলত নিয়াজি পাঠান সম্প্রদায়ের একটি উপ-শাখা হিসেবে পরিচিত।[] তবে এই উপজাতি সম্প্রদায়ের লোকজনেরা পাইখেল শহরে বাস করতেন। উপজাতিটির পূর্বপুরুষ পাই খান নিয়াজির উপর ভিত্তি করে সম্প্রদায়টি গঠিত হয়েছিল। তার তিন ভাই ছিলেন, সুলতান খেল, বোরি খান এবং অারেকজন গুল খান।

তথ্যসূত্র

  1. "Tehsils & Unions in the District of Mianwali - Government of Pakistan"। ২০০৮-০৬-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২৮ 
  2. Location of Pai Khel - Falling Rain Genomics
  3. "MIANWALIAN HISTORY BOOKS – 786mianwali"786mianwali.com। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৭ 


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!