চকরলা[১] (উর্দু: چكڑالا), পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালী জেলার পাঞ্জাবি হিন্দু সম্প্রদায় চিকর (ডাকনাম: চক্রবর্তী) এর একটি প্রাচীনতম এবং বৃহত্তম গ্রামের আসন। চকরলা মিয়ানওয়ালী তহসিলের একটি ইউনিয়ন পরিষদ (প্রশাসনিক উপবিভাগ)[২] এবং মিয়ানওয়ালীর তালাগং রাস্তা থেকে প্রায় ১০ মাইল (১৬ কিমি) দুরত্বে অবস্থিত।
এলাকাটিতে বেশিরভাগ আওয়ান উপজাতিরা বসবাস করে থাকে, যদিও কিছু অন্যান্য উপজাতিরা এখানে বসবাস করছেন।
অবস্থান
চকরলা 32°49' N, 71°52' E দ্রাঘিমাংশে পথহার শহরের উপর অবস্থিত।[১]
উল্লেখযোগ্য প্রতিনিধি
- শের শাহ আহন (১৯১৭-১৯৪৫), ব্রিটিশ ভারতীয় সেনা এবং ভিক্টোরিয়া ক্রস প্রাপক।
তথ্যসূত্র
- ↑ ক খ Location of Chakrala[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Tehsils & Unions in the District of Mianwali - Government of Pakistan"। ১১ জুন ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৯।