কুন্দিয়ান (উর্দু: كُندياں), পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালী জেলার একটি শহর ও ইউনিয়ন পরিষদ।[১] এটি পিপলান তহসিলে অবস্থিত[২] এবং ৩২°২৭'০এন৭১°২৮'০ই দ্রাঘিমাংশে বরাবর অবস্থান করছে[৩]। প্রশাসনিকভাবে ২টি ইউনিয়ন পরিষদে বিভক্ত করে শহরটি গঠন করা হয়েছে।[১]
কুন্দিয়ানে নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্স (কেএনএফসি) পাশ্ববর্তী এলাকায় অবস্থান করছে।