পল ল্য ম্যাট

পল ল্য ম্যাট
Paul Le Mat
জন্ম (1945-09-22) ২২ সেপ্টেম্বর ১৯৪৫ (বয়স ৭৯)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৭৩-বর্তমান
ওয়েবসাইটpaullemat.com

পল ল্য ম্যাট (ইংরেজি: Paul Le Mat; জন্ম: ২২ সেপ্টেম্বর ১৯৪৫) হলেন একজন মার্কিন অভিনেতা। তিনি আমেরিকান গ্রাফিটি (১৯৭৩) চলচ্চিত্রে অভিনয় করে প্রথম খ্যাতি অর্জন করেন এবং তার এই কাজের জন্য তিনি সমাদৃত হন এবং বর্ষসেরা নবীন অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[] আমেরিকান গ্রাফিটি চলচ্চিত্রে তার অনবদ্য অভিনয়ের পর তিনি আলোহা, ববি অ্যান্ড রোজ (১৯৭৫)-এ প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান এবং ছবিটি বক্স অফিস হিট হয়।

তিনি পরবর্তীকালে জোনাথন ডেমের হ্যান্ডল উইথ কেয়ারমেলভিন অ্যান্ড হাওয়ার্ড চলচ্চিত্রে অভিনয় করেন। শেষোক্ত চলচ্চিত্রে অভিনয় করে তিনি সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি দ্য বার্নিং বেড (১৯৮৪) টিভি চলচ্চিত্রে অভিনয় করে সেরা টিভি পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন।[]

তথ্যসূত্র

  1. ""American Graffiti" stars: Where are they now?"সিবিএস নিউজ (ইংরেজি ভাষায়)। ১০ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৮ 
  2. "Paul Le Mat"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!