এডওয়ার্ড আলবার্ট

এডওয়ার্ড আলবার্ট
জন্ম (1936-01-20) জানুয়ারি ২০, ১৯৩৬ (বয়স ৮৮)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনকার্নেগী মেলন ইউনিভার্সিটি
পুরস্কারটুরিং পুরস্কার ১৯৯৪
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকম্পিউটার বিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহস্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাহার্বার্ট সাইমন

এডওয়ার্ড আলবার্ট একজন কম্পিউটার বিজ্ঞানী।

জীবনী

আলবার্ট ১৯৫৬ সালে ব্যাচেলর্স এবং ১৯৬০ সালে কার্নেগী মেলন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডি উপদেষ্টা ছিলেন টুরিং পুরস্কার বিজয়ী কম্পিউতার বিজ্ঞানী হার্বার্ট সাইমন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে নলেজ সিস্টেমস ল্যাবরেটরী প্রতিষ্ঠা করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!