ধাত্রী

হিন্দুধর্মে, ধাত্রী বা ধাত্র হল একজন বৈদিক দেবতা, আদিত্যদের মধ্যে একজন।[] এছাড়াও তিনি স্বাস্থ্য ও গার্হস্থ্য শান্তির দেবতা। তন্ত্র অঙ্কন করে এবং বৈদিক স্তোত্র উচ্চারণ করে তাকে তন্ত্রে আমন্ত্রণ জানানো হয়। অশ্বমেধ যজ্ঞের মতো প্রধান যজ্ঞের সময় প্রায়ই আহ্বান করা হয়।

তথ্যসূত্র

  1. John Muir। Original Sanskrit Texts on the Origin and History of the People of India, Their Religion and Institutions, Volume 2। পৃষ্ঠা 106। 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!