দৈনিক জনমভূমি (ইংরেজি: Dainik Janambhumi) হচ্ছে একটি অসমীয়া ভাষার দৈনিক পত্রিকা।[১]যোরহাটের তুলসী নারায়ণ শরমা রোডে অবস্থিত জনমভূমি গ্রুপ অব পাব্লিকেশন নামের প্রতিষ্ঠান এই দৈনিক পত্রিকাটি প্রকাশ করে।[২]
প্ৰকাশ
১৯৭২ সালে দৈনিক জনমভূমি পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়।[৩] কনক চন্দর ডেকা এবং দেবেশ্বর শর্মা যৌথভাবে এটা প্রতিষ্ঠা করেছিলেন।[৩] প্রথমে পত্রিকাটি কেবল যোরহাট থেকে প্রকাশিত পেয়েছিল। পত্রিকাটির প্রচলন এবং জন প্রিয়তা দেখে বর্তমানে এটা একসাথে তিনিচুকীয়া, যোরহাট এবং গুয়াহাটি থেকে প্রকাশিত হচ্চে। [৩]
ধরণ
পত্রিকাটি সমগ্র উত্তর পূর্ব ভারতের বিষয়, সাথে ভারতীয় ও অন্তর্জাতিক খবরাদি পরিবেশন করে আসছে। বর্তমানে দৈনিক জনমভূমির ইণ্টারনেট সংস্করণ বেরিয়েছে।