ভারতের গণমাধ্যম

ভারতে গণমাধ্যমের প্রসার ব্যাপক ও গভীর। তবে ভারতীয় গণমাধ্যমের স্বাধীনতা ২০১৬ থেকে ফি-বৎসর কমছে।[][] ২০২১ এ ১৭৯টি দেশের মধ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতারভদিক দিয়ে ভারত ১৪০তম হয়েছিল।[]

ভারতের গণমাধ্যম ২০০৩
ভারতশহর অঞ্চল
মুদ্রণ25%46%
Terrestrial television53%80%
Cable and satellite television20%46%
Radio22%25%
Cinema7%11%
Internet1%3%

বাংলা ভাষায় প্রকাশিত পত্র ও পত্রিকা

বাংলা দৈনিক সংবাদপত্র

বাংলা ম্যাগাজিন

টেলিভিশন

ভারতে টেলিভিশন চালু হয়েছিল অনেকদিন আগেই, কিন্তু তা বহুবছর ধরে কেবলমাত্র দিল্লিতেই সীমাবদ্ধ ছিল। টেলিভিশনকে তখন একটা বিলাসবস্তু বলে মনে করা হতো বলে বিতর্ক চালু ছিল সারাভারত জুড়ে যে ভারতের মতো উন্নয়নশীল দেশে টেলিভিশনের মতো একটা মাধ্যমের আদৌ প্রয়োজন আছে কি না। কেন্দ্রীয় সরকার এই বিতর্ককে মান্য করে ১৯৭৫ সালের ৯ আগস্ট টেলিভিশনকে কেবলমাত্র দিল্লির সীমাতেই আটকে রাখলেন ।

পূর্ব ভারতে প্রথম টেলিভিশন কেন্দ্র কলকাতাতে স্থাপনের কাজ শুরু হয় টালিগঞ্জে রাধা ফিল্ম স্টুডিওতে ।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Media Ownership Monitor: Who owns the media in India? | RSF"rsf.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৮ 
  2. "Who Owns the Media in India ?"Media Ownership Monitor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৮ 
  3. "The ranking | RSF"rsf.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৮ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!