১৮৫৩ সালে মহারানী স্বর্ণময়ী দেবী তার স্বামী কাশিম বাজারেরমহারাজা কৃষ্ণনাথ রায়ের স্মৃতিতে এই কলেজটির প্রতিষ্ঠা করেন। কৃষ্ণনাথ ২৩ বছর বয়েসে বিপুল জমিদারি ও সম্পত্তি লাভ করেছিলেন। তার ইচ্ছা ছিল একটি বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান তৈরী করা। অল্প বয়েসে তিনি মারা গেলে রানী স্বর্নময়ী কলেজ নির্মাণে জমি ও অর্থ দান করেন। যদিও আরো অনেকে দান করেন কলেজ প্রতিষ্ঠায়। সাধারণ মানুষ, নবাব পরিবারের মহিলারা, জমিদার অনেকের দেওয়া অর্থে গড়ে ওঠে এই শিক্ষাপ্রতিষ্ঠান। একদা এখানে রাতে কমার্স ও আইন কলেজ চলত। কমার্স কলেজটি শহরের অন্যত্র স্থানান্তরিত হয়। আইন পাঠ বর্তমানে হয়না।[২] এই কলেজে খ্যাতনামা দার্শনিক আচার্য ব্রজেন্দ্রনাথ শীল অধ্যক্ষ ছিলেন ১০ বছর। অর্থনৈতিক সাবলীলতা ও পঠনপাঠনকে সুচারুরূপে গড়ে তোলার প্রথম কারিগর তিনি। অন্যান্যদের মধ্যে ই এম হুইলার, মনীন্দ্রচন্দ্র নন্দী, রাধাকমল মুখার্জীর নাম করা যায়।[৩][৪]
বিভাগ
কলেজে ১৫টি বিষয়ে সাম্মানিক স্নাতক এবং ৩টি বিষয়ে স্নাতকোত্তর পড়ানো হয়। যে সব বিষয়ে স্নাতকোত্তর পড়ানো হয় সেগুলি হল শারীরবিদ্যা, রেশমবিদ্যা ও সংস্কৃত।[৩]