কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স |
গঠিত | ১৯৭১ |
---|
সদরদপ্তর | ঢাকা , বাংলাদেশ |
---|
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
---|
দাপ্তরিক ভাষা | বাংলা |
---|
ওয়েবসাইট | www.cgdf.gov.bd |
---|
কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (বাংলা অর্থ: মহানিয়ন্ত্রক প্রতিরক্ষা অর্থ) প্রধানমন্ত্রীর অধিনস্থ একটি দপ্তর। এই দপ্তরটি বাংলাদেশের সামরিক বা প্রতিরক্ষা খাতে সরকারের ব্যয়, বাজেট, বাজেটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিরীক্ষা করে এবং সেই অনুযায়ী প্রতিবেদন তৈরি করে।[১] সিজিডিএফের আওতায় রয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তথা সেনা, নৌ এবং বিমানবাহিনী। এটির কার্যালয় ঢাকায় অবস্থিত।
ইতিহাস
এই প্রতিষ্ঠানটি ২০০৭ সাল পর্যন্ত ১৯৯৫ সালের কনট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স প্রসিজার ম্যানুয়াল অনুসরণ করত।[২] এটি বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর একটি শাখা হিসাবে কাজ করে।[৩] এই বিভাগটি একজন সরকারি কর্মচারীর নেতৃত্বে পরিচালিত হয়।[৪]
তথ্যসূত্র
|
---|
নির্বাহী | |
---|
প্রতিরক্ষা বাহিনীসমূহ | |
---|
আন্তঃবাহিনী সংস্থাসমূহ | |
---|
অন্যান্য সংস্থা/দপ্তর | |
---|