উৎকল রাজ্য

উৎকল রাজ্য ছিল আধুনিক ভারতের ওড়িশা রাজ্যের উত্তর ও পূর্ব অংশে।[][] মহাকাব্য মহাভারতে উৎকল, উৎপল এবং ওক্কল নামে এই রাজ্যের উল্লেখ করা হয়েছে। এর কথা ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন-এ উল্লেখ আছে।

প্রাচীন সংস্কৃত সাহিত্য

প্রাথমিক সংস্কৃত মধ্যযুগীয় সাহিত্য বলে “उत्कृष्ट कलायाः देशः यः सः उत्कलः” ( utkṛṣṭa kalāyāḥ deśaḥ yaḥ saḥ utkalaḥ ), যার অর্থ “শিল্পীদের চমৎকার ঐশ্বর্য” রয়েছে। উৎকলদেশের পৌরাণিক বিভাগের উত্তরে কপিস নদী, দক্ষিণে মহানদী, পূর্বে বঙ্গোপসাগর এবং পশ্চিমে মৈকাল পর্বতমালা দ্বারা সীমাবদ্ধ ছিল।

মহাভারতে উল্লেখ

দাসর্ণ, মেকল (উৎকলের পশ্চিমে একটি রাজ্য) এবং উৎকলকে ভারতবর্ষের (প্রাচীন ভারত) রাজ্য হিসেবে উল্লেখ করা হয়েছে (৬:৯)। কৌরবদের সাথে কুরুক্ষেত্র যুদ্ধে অংশ নেওয়ার জন্য উৎকলদের উল্লেখ করা হয়েছে। অনেক মেকল, উৎকল, কলিঙ্গ, নিষাদ এবং তাম্রলিপ্তক, নকুলের বিরুদ্ধে অগ্রসর হয়েছিল, তাদের তীর এবং বর্শা নিক্ষেপ করছিল, তাকে হত্যার উদ্দেশ্যে (৮:২২)।

উৎপল, মেকল, পৌন্ড্র, কলিঙ্গ, নিষাদ, ত্রিগর্ত এবং বাহ্লিকরা সকলেই কর্ণের হাতে পরাস্ত হয়েছিল (৭:৪)।

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "Utkala, Utkalā: 18 definitions"www.wisdomlib.org (ইংরেজি ভাষায়)। ১ আগস্ট ২০১৫। আগস্ট ২৯, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৩ 
  2. Bharati Pal (এপ্রিল ২০০৭)। ""Utkaladesa" in Orissan Inscriptions" (পিডিএফ)magazines.odisha.gov.in (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা 55 – 57। অক্টোবর ৩, ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৩ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!