অভ্যুত্থান সফল হয়েছে[১][২]
নাইজার সরকার
এম৬২ আন্দোলন
নাইজার সশস্ত্র বাহিনী
নাইজারের জাতীয় রক্ষিবাহিনী
২৬ জুলাই ২০২৩ তারিখে, নাইজারের রাষ্ট্রপতি মুহাম্মাদ বাজুমকে দেশটির রাষ্ট্রপতির রক্ষিবাহিনী আটক করার পর রাষ্ট্রপতির রক্ষী বাহিনীর কমান্ডার জেনারেল আব্দুররাহমান চিয়ানি নিজেকে নতুন সামরিক জান্তা প্রধান হিসেবে ঘোষণা করার মাধ্যমে নাইজারে একটি অভ্যুত্থান সংঘটিত হয়।[১২][১৩][১৪] রাষ্ট্রপতির রক্ষিবাহিনী দেশটির সংবিধান বাতিল করে এবং সীমান্ত বন্ধ রেখে কারফিউ জারি করে।
১৯৬০ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভের পর এটি দেশটির পঞ্চম সামরিক অভ্যুত্থান, প্রথম অভ্যুত্থান হয়েছিল ২০১০ সালে।[১৫] আন্তর্জাতিক সম্প্রদায় এবং পশ্চিম আফ্রিকার আঞ্চলিক সম্প্রদায় ইকোয়াস এই অভ্যুত্থানটির চরম নিন্দা করার পাশাপাশি দেশটির বর্তমান সামরিক হস্তক্ষেপের ফলস্বরূপ আসন্ন ২০২৩ সালের নাইজারীয় সংকট নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছে।[১৬]
৬ আগস্টের হিসাব মতে, অভ্যুত্থানকারী সৈনিকের সংখ্যা ৫৬,৭০০ এবং ইকোয়াসের পক্ষে সৈনিকের সংখ্যা ২৪৫,০০০ আর ফ্রান্স এখনো হস্তক্ষেপ করেনি।[১৭]