২০২৩ আন্তঃমহাদেশীয় কাপ (স্পন্সরশিপের কারণে ২০২৩ হিরো আন্তঃমহাদেশীয় কাপ নামে পরিচিত) ছিল আন্তঃমহাদেশীয় কাপের তৃতীয় সংস্করণ আসর, ৯ থেকে ১৮ জুন ২০২৩ সালের মধ্যে ভারতীয় শহর ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত চার-দেশের ফুটবল প্রতিযোগিতা। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এই টুর্নামেন্টের আয়োজন করেছিল।[১] উত্তর কোরিয়া ২০১৯ সালের ফাইনালে তাজিকিস্তানের বিপক্ষে ১–০ ব্যবধানে জয়লাভ করে আগের সংস্করণ আসরটি জিতেছিল।[২] ফাইনালে লেবাননকে ২–০ ব্যবধানে হারিয়ে এই সংস্করণ আসরের ভারত বিজয়ী হয়েছিল। দুটি করে গোল করে, ভারতের লালিয়ানজুয়ালা ছাংতে এবং সুনীল ছেত্রী টুর্নামেন্টের যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন।[৩] ভারতের সন্দেশ ঝিংগান টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান।[৪]
২০২৩ সালের ৯ থেকে ১৮ জুন পর্যন্ত ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে দুটি ভিন্ন কনফেডারেশনের দলগুলো এই টুর্নামেন্ট খেলছিল। স্বাগতিক হিসেবে ভারতের সঙ্গে আছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) হয়ে লেবানন ও মঙ্গোলিয়া এবং ভানুয়াতু ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের (ওএফসি) হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।[৫][৬] দলগুলো রাউন্ড-রবিন পর্বে একে অপরের বিপক্ষে খেলেছিল এবং পরবর্তীতে শীর্ষ দুটি দল ফাইনাল ম্যাচে খেলেছিল।[৭]
অংশগ্রহণকারী জাতীয় দলসমূহের ফিফা র্যাঙ্কিং, ৬ এপ্রিল ২০২৩ (2023-04-06)-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ][৮]
উৎস=নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
এই প্রতিযোগিতায় ৭টি ম্যাচে ১০টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ১.৪৩টি গোল।