নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের ডিসেম্বর ও ২০২৩ সালের জানুয়ারি মাসে দুটি টেস্ট ও তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য পাকিস্তান সফর করে।[ ১] [ ২] টেস্ট সিরিজটি ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ও ওডিআই সিরিজটি ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের একটি অংশ হিসেবে খেলা হয়।[ ৩]
২০২২ সালের এপ্রিল মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা নিশ্চিত করে।[ ৪] [ ৫] এ সফরটি শেষ হওয়ার পর ২০২১ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের বাতিল হয়ে যাওয়া সিরিজের পরিপ্রেক্ষিতে আরেকটি অতিরিক্ত সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল পাকিস্তান সফর করবে।[ ৬] [ ৭] ২০২২ সালের অক্টোবর মাসে সফরের সূচি ঘোষিত হয়,[ ৮] যে সূচির ম্যাচসমূহকে পরবর্তীতে এক দিন এগিয়ে আনা হয়।[ ৯] টেস্ট সিরিজ শুরুর আগে মুলতানে অনুষ্ঠিতব্য ২য় টেস্ট ম্যাচের আয়োজনস্থল পরিবর্তন করে ম্যাচটিকে করাচিতে নিয়ে আসা হয়।[ ১০]
টেস্ট সিরিজ শুরুর আগে কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালে টিম সাউদিকে নিউজিল্যান্ডের নতুন টেস্ট অধিনায়কের দায়িত্বে নিযুক্ত করা হয়।[ ১১] [ ১২]
টেস্ট সিরিজটি ০–০ ব্যবধানে ড্র হয়।[ ১৩] ওডিআই সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়লাভ করে।[ ১৪]
দলীয় সদস্য
টেস্ট সিরিজ শুরু হওয়ার আগ পাকিস্তানের টেস্ট দলে মির হামজা, শাহনেওয়াজ দাহানি ও সাজিদ খানকে যোগ করা হয়।[ ১৯] টেস্ট সিরিজ চলার সময় নিউজিল্যান্ডের ওডিআই দলে অ্যাডাম মিলনার পরিবর্তে ব্লেয়ার টিকনারকে নেয়া হয়।[ ২০] চোটের কারণে ম্যাট হেনরি নিউজিল্যান্ডের ওডিআই দল থেকে ছিটকে যান।[ ২১]
টেস্ট সিরিজ
১ম টেস্ট
পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
পঞ্চম দিনে আলোকস্বল্পতার কারণে ৭.৩ ওভার খেলা সম্ভব হয়নি।
সালমান আলি আগা (পাকিস্তান) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[ ২২]
ইশ সোধি (নিউজিল্যান্ড) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[ ২৩]
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: পাকিস্তান ৪, নিউজিল্যান্ড ৪।
২য় টেস্ট
নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
সৌদ শাকিল (পাকিস্তান) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[ ২৪]
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: পাকিস্তান ৪, নিউজিল্যান্ড ৪।
ওডিআই সিরিজ
১ম ওডিআই
পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
উসামা মির (পাকিস্তান) ও হেনরি শিপলি (নিউজিল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।
বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: পাকিস্তান ১০, নিউজিল্যান্ড ০।
২য় ওডিআই
নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: নিউজিল্যান্ড ১০, পাকিস্তান ০।
৩য় ওডিআই
পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
কামরান গোলাম (পাকিস্তান)-এর ওডিআই অভিষেক হয়।
হারিস সোহেল (পাকিস্তান)-এর বদলি হিসেবে খেলেন কামরান গোলাম ।[ ২৫]
বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: নিউজিল্যান্ড ১০, পাকিস্তান ০।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট সফর
টেস্ট ও এলওআই সফর
অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড ভারত নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে প্রতিযোগিতায় স্বাগতিক
বহুদলভিত্তিক অন্যান্য সফর
আফগান বাংলাদেশী সিলনীজ/শ্রীলঙ্কান ইংরেজ বহু-জাতি
সেপ্টেম্বর ২০২২ অক্টোবর ২০২২ নভেম্বর ২০২২ ডিসেম্বর ২০২২ জানুয়ারি ২০২৩ ফেব্রুয়ারি ২০২৩ মার্চ ২০২৩ এপ্রিল ২০২৩ চলমান প্রতিযোগিতা