২০২২ ডিএমসিবি হকি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ ছিল পেশাদার ফিল্ড হকি লিগ হকি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের উদ্বোধনী মৌসুম। বাংলাদেশ হকি ফেডারেশন এটির আয়োজন করে। টুর্নামেন্টটি ২০২২ সালের ২৮ অক্টোবর শুরু হয়ে ১৭ নভেম্বর সমাপ্ত হয়।[১][২][৩][৪][৫][৬][৭]
সবগুলো ম্যাচই ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
১০ অক্টোবর ঢাকায় খেলোয়াড় খসড়া অনুষ্ঠিত হয়।
বিশ্বকাপে খেলা খেলোয়াড়রা হলেন—আর্জেন্টিনার হুয়ান মার্টিন লোপেজ (2006, 2010, 2014, 2018) এবং গুইদো বারেইরোস (2014), ভারতের এসভি সুনীল (2014, 2018), জাসজিৎ সিং (2014, 2018) এবং জাসজিৎ সিং (2014), মালয়েশিয়ার আজরি হাসান (2018) এবং ফিত্রি সারি (2014, 2018)।
আইকন খেলোয়াড় : মিলন হোসেন, রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শীতুল, দ্বীন ইসলাম ইমন, ফজলে হোসেন রাব্বি, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাঈম উদ্দিন, বিপ্লব কুজুর, সোহানুর রহমান সবুজ, মেহেদী হাসান, আরশাদ হোসেন, পুশকুর কৃষ্ণ মিমো, আবু সাঈদ নিপ্পন, রেজাউল করিম বাবু, প্রিন্স লাল ও রকিবুল হাসান রকি
২০২২ সালের ৮ সেপ্টেম্বর বাংলাদেশ হকি ফেডারেশন অংশগ্রহণকারী দলগুলির নাম ঘোষণা করে।[৮]
২০২২ সালের ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ হকি ফেডারেশন দলগুলোর প্রধান কোচের নাম ঘোষণা করে।[৯]