২০২২ নামিবিয়া টি২০আই ত্রিদেশীয় সিরিজ, যা ২০২২ ক্যাপ্রিকর্ন নারী ত্রিদেশীয় সিরিজ নামেও পরিচিত, ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের এপ্রিল মাসে নামিবিয়ায় অনুষ্ঠিত হয়।[১][২] টুর্নামেন্টটিতে স্বাগতিক নামিবিয়ার সাথে অংশগ্রহণ করে উগান্ডা ও জিম্বাবুয়ে।[৩][৪] টুর্নামেন্টে প্রতিটি দল রাউন্ড-রবিন পদ্ধতিতে অপর দুটি দলের সাথে তিনটি করে ম্যাচ খেলে এবং প্রথম পর্বের সেরা দুই দল ফাইনালে উত্তীর্ণ হয়।[৫][৬] জিম্বাবুয়ে দলের কোচ হিসেবে প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার গ্যারি ব্রেন্টের এটি ছিল প্রথম টুর্নামেন্ট।[৭]
টুর্নামেন্টের ফাইনালে নামিবিয়াকে পরাজিত করে বিজয়ী হয় জিম্বাবুয়ে।[৮][৯]
ফাইনালে উত্তীর্ণ