সিএফএল প্রিমিয়ার ডিভিশনমৌসুম | ২০২১ |
---|
তারিখ | ১৭ আগস্ট – ১৮ নভেম্বর |
---|
চ্যাম্পিয়ন | মহামেডান (১২শ শিরোপা) |
---|
মোট খেলা | ৪১ |
---|
মোট গোলসংখ্যা | ১২৩ (ম্যাচ প্রতি ৩টি) |
---|
সেরা খেলোয়াড় | অনুরাগ ধাওয়া |
---|
শীর্ষ গোলদাতা | সন্তোষ বারো |
---|
সেরা গোলরক্ষক | কুলদীপ সিং |
---|
সর্বোচ্চ স্কোরিং | টালিগঞ্জ অগ্রগামী ২–৬ পিয়ারলেস |
---|
|
২০২১ কলকাতা প্রিমিয়ার ডিভিশন হল কলকাতা ফুটবল লিগের সর্বোচ্চ স্তরের ১২৩ তম সংস্করণ।[১][২] এই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। গত আসর (২০২০) কোভিড-১৯ মহামারীর জন্য বাতিল করা হয়েছিল।[৩] পাশাপাশি এই আসরে প্রিমিয়ার ডিভিশন বি বাতিল করা হয়েছিল, তাই কোনো দলের অবনমন ঘটেনি।[৪][৫]
গত মৌসুমের সাপেক্ষে পরিবর্তন
- কোভিড-১৯ মহামারীর জন্য টুর্নামেন্টকে ছোট করতে ১৪ টি দলকে রাউন্ড রবিন না খেলিয়ে, সাত দলের দুটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছিল। প্রতিটি গ্রুপের শ্রেষ্ঠ তিন দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছিল এবং প্রতিটি গ্রুপের নিম্ন চারটি দল প্লে অফ পর্বে উত্তীর্ণ হয়েছিল। প্লে-অফ পর্ব থেকে বাকি দুটি কোয়ার্টার ফাইনালের স্থানাধিকারী নির্ণয় করা হয়েছিল।
- ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান দল নামাতে অস্বীকার করে।
- আইএফএ নিয়ম করে যে, কোন ক্লাব সর্বোচ্চ ছয় জন বিদেশি খেলোয়াড় রেজিস্টার করাতে পারবে কিন্তু প্রথম একাদশে কেবলমাত্র দুজনকে নামানো যাবে।[৬][৭]
- প্রিমিয়ার ডিভিশন বি লিগের পাশাপাশি অবনমন বাতিল করা হয়েছিল।
গ্রুপ পর্ব
গ্রুপ এ
অব
|
দল
|
ম্যাচ
|
জয়
|
ড্র
|
হার
|
স্বগো
|
বিগো
|
গোপা
|
পয়েন্ট
|
যোগ্যতা অর্জন বা অবনমন
|
|
BF
|
BS
|
US
|
MM
|
RL
|
SS
|
EB
|
১
|
ভবানীপুর
|
৬
|
৪
|
২
|
০
|
১৪
|
৭
|
+৭
|
১৪
|
কোয়ার্টার-ফাইনাল
|
|
—
|
|
|
|
|
|
|
২
|
বিএসএস
|
৬
|
৪
|
১
|
১
|
১৩
|
৭
|
+৬
|
১৩
|
|
|
—
|
|
|
|
|
|
৩
|
ইউনাইটেড
|
৬
|
৪
|
১
|
১
|
১১
|
৫
|
+৬
|
১৩
|
|
|
|
—
|
|
|
|
|
৪
|
মহামেডান
|
৬
|
৩
|
১
|
২
|
১০
|
৫
|
+৫
|
১০
|
বিদায়ী প্লে-অফ
|
|
|
|
|
—
|
|
|
|
৫
|
রেলওয়ে
|
৬
|
২
|
১
|
৩
|
৮
|
৯
|
−১
|
৭
|
|
|
|
|
|
—
|
|
|
৬
|
সাদার্ন সমিতি
|
৬
|
১
|
০
|
৫
|
৭
|
১২
|
−৫
|
৩
|
|
|
|
|
|
|
—
|
|
৭
|
ইস্টবেঙ্গল
|
৬
|
০
|
০
|
৬
|
০
|
১৮
|
−১৮
|
০
|
|
|
|
|
|
|
|
—
|
- নোট: ইস্টবেঙ্গল লিগে দল না নামানোর জন্য তাদের প্রতিটি ম্যাচে প্রতিপক্ষ দল বিজয়ী ঘোষিত হয়েছিল।
গ্রুপ বি
- নোট: এটিকে মোহনবাগান লিগে দল না নামানোর জন্য তাদের প্রতিটি ম্যাচে প্রতিপক্ষ দল বিজয়ী ঘোষিত হয়েছিল।
বিদায়ী প্লে-অফ
নক-আউট পর্ব
তথ্যসূত্র