বঙ্কিমাঞ্জলী স্টেডিয়াম[১] বা সাধারাণভাবে নৈহাটি স্টেডিয়াম হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি পৌরসভার অন্তর্গত একটি ফুটবল স্টেডিয়াম। স্টেডিয়ামটি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর স্মরণে নামাঙ্কিত। এটি কলকাতা ফুটবল লিগ আয়োজন করার পাশাপাশি আইএফএ শিল্ড[২], আই-লিগ[৩][৪], ডুরান্ড কাপ প্রভৃতি প্রতিযোগিতা আয়োজন করেছে। স্টেডিয়ামে ফ্রেন্ডলি ক্লাব ফুটবল প্রতিযোগিতা নৈহাটি গোল্ড কাপ প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে।[৫]
আরও দেখুন
তথ্যসূত্র