২০২০–২১ ফেডারেশন কাপ হল বাংলাদেশ ফেডারেশন কাপের একত্রিশতম আসর। টিভিএস মোটর কোম্পানি-এর পৃষ্ঠপোষকতাজনিত কারণে এটি টিভিএস ২০১৯–২০ ফেডারেশন কাপ হিসেবেও পরিচিত। এতে মোট ১৩ টি দল অংশগ্রহণ করে। এই আসরের বিজয়ী দল ২০২১ এএফসি কাপের প্রাথমিক পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।
প্রতিযোগিতার ড্র অনুষ্ঠানটি ১৩ ই ডিসেম্বর ২০১৯-এর বাংলাদেশ মান সময় ১৫:৩০-এ মতিঝিলস্থ বাফুফে ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়।[৩] তেরটি দল চারটি গ্রুপে বিভক্ত হয়। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠে।
↑"ফেডারেশন কাপের গ্রুপ চূড়ান্ত"। banglatribune.com। বাংলা ট্রিবিউন। ১৩ ডিসেম্বর ২০১৯। ১৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।