পাইওনিয়ার ফুটবল লিগ (ইংরেজি: Pioneer Football League), বাংলাদেশ পাইওনিয়ার ফুটবল লিগ নামেও পরিচিত, এটি একটি বয়স-স্তরের লিগ এবং এছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত বাংলাদেশী ফুটবলের ষষ্ঠ-স্তর। প্রতিযোগিতার সেমি-ফাইনালগুলো ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লিগে উন্নীত হয়।[১][২][৩] টুর্নামেন্টটি যেহেতু বাংলাদেশী ফুটবলের সর্বনিম্ন পর্যায়ের হিসেবে বিবেচিত হয়, তাই অংশগ্রহণকারীর সংখ্যা যেমন সীমাহীন তেমনি যেকোনো ক্লাব টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আবেদন পাঠাতে সক্ষম।[৪]
ইতিহাস
লিগ অনানুষ্ঠানিকভাবে ২৯ এপ্রিল ১৯৮০ সালে শুরু হয়। মোট ১৬০টি দল বাছাইপর্বে অংশগ্রহণ করেছিল, যার মধ্যে ৮০টি দল চূড়ান্ত পর্বে সুযোগ পেয়েছিল। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল নির্ধারণ না করায় টুর্নামেন্টটি নিবন্ধিত হয়নি। পাইওনিয়ার লিগ আনুষ্ঠানিকভাবে ১৯৮১ সালে শুরু হয়েছিল। এর প্রথম সংস্করণে জাতীয় পরিষদের স্পিকার (এমএনএ) শামসুল হুদা চৌধুরী এই লিগের উদ্বোধন করেন।[৫]
এক বছর পর, ২৪ সেপ্টেম্বর, ১৯৮৩ তারিখে, তৎকালীন ফিফা সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম লিগটির উদ্বোধন করেন। পরের কয়েক সংস্করণে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা লিগ উদ্বোধন করেন।[৫]
বিন্যাস
- ২০২১–২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
- মোট ৪৬টি দলকে পাঁচটি জোনে বিভক্ত করা হয়েছিল - মধ্য, পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ।
- পল্টন আউটার স্টেডিয়াম, গোপীবাগ ব্রাদার ইউনিয়ন মাঠ, মিরপুর গোলরটেক মাঠ, উত্তরা ১৪ নম্বর সেক্টর মাঠ ও ফতুল্লা আলীগঞ্জ মাঠ এই পাঁচটি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ভেন্যুতে ২টি গ্রুপ থাকবে।
- সুপার লিগে প্রতিটি জোন থেকে দুটি করে মোট ২০টি দল খেলবে। সুপার লিগে চারটি গ্রুপে ২০টি দল খেলবে।
- চার গ্রুপের চ্যাম্পিয়নরা খেলবে সেমিফাইনাল। এই চার সেমি-ফাইনালিস্ট ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লিগে উঠবে।
গঠন
চ্যাম্পিয়ন্স
স্বতন্ত্র পুরস্কার
সর্বোচ্চ গোলদাতা
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়
ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়
তথ্যসূত্র
- ↑ Reporter, Senior। "মনসুর স্পোর্টিংকে নিয়েই মাঠে গড়াচ্ছে 'নতুন' পাইওনিয়ার"। dhakapost.com।
- ↑ "Bashundhara Kings, from Pioneer League to BCL champion"। ঢাকা ট্রিবিউন। নভেম্বর ৪, ২০১৭।
- ↑ "Pioneer League from today"। দ্য ডেইলি স্টার। এপ্রিল ২৫, ২০০৮।
- ↑ "Club registration for Pioneer Football League begins |"। BFF।
- ↑ ক খ আলম, মাসুদ। "আরও মনোযোগ দরকার, আরও যত্ন"। দৈনিক প্রথম আলো।
- ↑ "পাইওনিয়ার দল শেষ পর্যন্ত পুরস্কৃত হয়"। ঢাকা ট্রিবিউন। মে ৩০, ২০১৩। জুলাই ১৬, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ Nation, The New। "নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব চ্যাম্পিয়ন"। The New Nation। জুলাই ২৭, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। Alt URL
- ↑ ক খ প্রতিবেদক, নিজস্ব (এপ্রিল ২৭, ২০১৫)। "পাইওনিয়ার ফুটবলে চ্যাম্পিয়ন আনসার"। দৈনিক প্রথম আলো। জুলাই ১৬, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ Reporter, Sports (এপ্রিল ৯, ২০১৬)। "আরামবাগ এফএ শিরোপা জিতেছে"। দ্য ডেইলি স্টার।
- ↑ "পাইওনিয়ার লিগে কিং স্টার চ্যাম্পিয়ন"। Bangla Tribune।
- ↑ ক খ "Award blunder exposes negligence | New Age"। www.newagebd.net। ৫ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৪।
- ↑ ক খ গ Report, Star Sports (জুলাই ৮, ২০২২)। "পাইওনিয়ার লিগের শিরোপা জিতেছে বরিশাল একাডেমিইউআরএল=https://www.thedailystar.net/sports/football/news/barishal-academy-win-pioneer-league-title-3067146"। দ্য ডেইলি স্টার।
- ↑ "Pioneer U-15 Football League final Friday"। unb.com.bd।
- ↑ "পাইওনিয়ার লিগের চ্যাম্পিয়ন বরিশাল ফুটবল একাডেমি | কালের কণ্ঠ"। Kalerkantho। জুলাই ৮, ২০২২।