২০১৯ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ হল দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন কর্তৃক দক্ষিণ এশিয়ার জাতীয় মহিলা ফুটবল দলসমূহের জন্য আয়োজিত দ্বিবার্ষিক ফুটবল প্রতিযোগিতা সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ৫ম আসর। প্রতিযোগিতাটি ১৭-২৬ ডিসেম্বর ২০১৮ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু শ্রীলঙ্কা তাদের আয়োজকের দাবি প্রত্যাহার করলে, সময় পুনঃনির্ধারিত করা হয়। পরবর্তীতে ২০১৯ সালের ১২-২২ জানুয়ারি সময় নির্ধারণ করা হয় এবং নেপাল আয়োজক হতে আগ্রহ প্রকাশ করে। এবং শেষমেষ নির্ধারিত সময়ে নেপালে চ্যাম্পিয়নশিপে সমাপ্তি হয়। সমাপনী খেলায় ভারত ৩-১ গোলে নেপালকে পরাজিত করে শিরোপা অর্জন করে।
পূর্ববর্তী চ্যাম্পিয়ন ভারত ও বাংলাদেশকে যথাক্রমে গ্রুপ বি ও গ্রুপে লড়ানো হয়েছে। গ্রুপ এ এর নেপাল প্রতিযোগিতার প্রথম তিনটি সংস্করণে দ্বিতীয় হয়, বাংলাদেশ চতুর্থ সংস্করণে দ্বিতীয় হয়েছিল পাকিস্তান ও ভুটান গ্রুপ পর্বে বিদায় নিয়েছিলো। গ্রুপ বি এর ভারত টানা প্রতিটি সংস্করণেই বিজয়ী হয়েছে। আফগানিস্তান ২০১৬ সালের সংস্করণে খেললেও ২০১৪ সালে সাফ থেকে কাফ এ যোগ দেওয়ায় তারা আর খেলতে পারবে না।
পাকিস্তান ২০১৯ সালের সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ৫ম আসর থেকে তাদের নাম প্রত্যাহার করে নেয়।[১]
নেপালের ১ং প্রদেশের বিরাটনগরে অবস্থিত সহিদ রঙ্গশালায় ২০১৯ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের সকল খেলা আয়োজন করে।[২]
গ্রুপ পর্বের জন্য ড্র ২০১৮ সালের ১৩ নভেম্বর দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের প্রধান কার্যালয় ঢাকায় অনুষ্ঠিত হয়।[৩]