ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগমৌসুম | ২০১৯ |
---|
তারিখ | ২৪ মার্চ - ১৭ মে ২০১৯ |
---|
চ্যাম্পিয়ন | সমাজ কল্যাণ ক্রীড়া সংসদ[১] |
---|
উন্নীত |
- সমাজ কল্যাণ ক্রীড়া সংসদ
- ইস্ট অ্যান্ড ক্লাব
- দিলকুশা স্পোর্টিং ক্লাব
|
---|
অবনমন | শান্তিনগর স্পোর্টিং ক্লাব |
---|
মোট খেলা | ১৫৪ |
---|
মোট গোলসংখ্যা | ৩৮৫ (ম্যাচ প্রতি ২.৫টি) |
---|
সব পরিসংখ্যান ৩০ জানুয়ারি ২০২০ অনুযায়ী সঠিক। |
২০১৯ ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ছিল এই লিগটির ৫ম সংস্করণ। এটি বাংলাদেশের চতুর্থ স্তরের ফুটবল লিগ যা ২০১৫ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক চালু হয়। লিগে মোট ১৩টি দল অংশ নেয়। লিগের বিজয়ী সিনিয়র ডিভিশন লিগে পদোন্নতি পায়।
২০১৯ সালের ২৪ মার্চ কমলাপুর বীরশ্রেষ্ট শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে টঙ্গী ক্রীড়া চক্রের সাথে গৌরীপুর স্পোর্টিং ক্লাবের উদ্ভোধনী ম্যাচ হয়।[২] ১২ খেলায় ২৬ পয়েন্ট নিয়ে সমাজ কল্যাণ ক্রীড়া সংসদ চ্যাম্পিয়ন হয়।[৩] চ্যাম্পিয়ন দলটি ছাড়াও ইস্ট অ্যান্ড ক্লাব ও দিলকুশা স্পোর্টিং ক্লাব সিনিয়র ডিভিশন লিগে পদোন্নতি পায়।[৪]
দলসমূহ
লিগটিতে মোট ১৩টি দল অংশ নেয়। নিন্মে সেগুলির নাম দেয়া হল:
- সমাজ কল্যাণ ক্রীড়া সংসদ
- টঙ্গী ক্রীড়া চক্র
- পূর্বচল পরিষদ
- আজমপুর ফুটবল ক্লাব উত্তরা
- লিটল ফ্রেন্ডস ক্লাব
- সিটি ক্লাব
- ইস্ট অ্যান্ড ক্লাব
- বিজি প্রেস এস এন্ড আরসি
- শান্তিনগর স্পোর্টিং ক্লাব
- দিলকুশা স্পোর্টিং ক্লাব
- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান
- খিলগাঁও স্পোর্টিং ক্লাব
- গৌরীপুর স্পোর্টিং ক্লাব
তথ্যসূত্র