২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের প্রথম দিকের ৭ দিন, ৬ আগস্ট থেকে ১২ আগস্ট ২০১৬ পর্যন্ত জুডো প্রতিযোগিতা বররা ডা টিজুকার বররা অলিম্পিক পার্কের কারিওকা অ্যারেনা-২ এ অনুষ্ঠিত হয়। এতে মহিলাদের ৭টি ও পুরুষদের ৭টি মোট ১৪টি ইভেন্টে ৩৮৬ জন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করে।[১] জাপান ৩ টি স্বর্ণ পদকসহ মোট ১২টি পদক নিয়ে প্রথম স্থান এবং স্বাগতিক ব্রাজিল ১ টি স্বর্ণ সহ ৩ টি পদক নিয়ে ষষ্ঠ স্থান অর্জন করে।
২০১২ সালে বিন্যাস অনুযায়ী, ৩০ মে ২০১৬ সালে আন্তর্জাতিক জুডো ফেডারেশন কর্তৃক প্রস্তুতকৃত বিশ্ব র্যাঙ্কিং যোগ্যতা নির্ধারন করা হয়। এতে সর্বমোট ২৫২ ক্রীড়াবিদের মধ্যে শীর্ষ ২২জন পুরুষ ও শীর্ষ ১৪ জন মহিলা সরাসরি নির্বাচিত হয়েছে। তবে প্রত্যেক এনওসি একটি বিভাগে একের অধিক ক্রীড়াবিদ পাঠাতে পারবে না।[২][৩]
২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে জুডো দুটি সেশনে অনুষ্ঠিত হবে। প্রথম সেশন (এলিমেশন ও কোয়ার্টার ফাইনাল) সকাল ব্রাজিলের স্থানীয় সময় ১০.০০ টা হতে ১৩.০০ টা পর্যন্ত চলবে, দ্বিতীয় সেশন (রেপেচেজ, সেমি ফাইনাল, ব্রোঞ্জ পদক ও স্বর্ণ পদক ম্যাচ) বিকাল ১৫.৩০ টা হতে ১৮.১০ পর্যন্ত চলবে।