১৫শ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ বা ২০১৩ বিশ্ব সাঁতার প্রতিযোগিতা (কাতালান: Campionat Mundial de Natació de 2013, স্পেনীয়: Campeonato Mundial de Natación de 2013) স্পেনের বার্সেলোনার কাতালোনিয়ায় ২০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়।[১][২] ২০১৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশীপের জলক্রীড়ার ৬টি বিভাগ - সাঁতার, ডাইভিং, হাই ডাইভিং, উন্মুক্ত সাঁতার, সিনক্রোনাইজড সুইমিং এবং ওয়াটার পোলো অন্তর্ভুক্ত ছিল।
প্রকৃতপক্ষে জুলাই, ২০০৯ সালে ফিনা কর্তৃপক্ষ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরকে সাঁতার প্রতিযোগিতা আয়োজনের স্বাগতিক শহর নির্ধারণ করেছিল। কিন্তু মার্চ, ২০১০ সালে দুবাই স্বাগতিক শহরের মর্যাদা থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়।[৩] ফিনা পুনরায় দরপত্র আহ্বান করে। তারপর ২৬ সেপ্টেম্বর, ২০১০ তারিখে বার্সেলোনাকে স্বাগতিকের মর্যাদা প্রদান করে।[৪][৫]
নিম্নবর্ণিত মাঠসমূহ ২০১৩ সালের বিশ্ব সাঁতার প্রতিযোগিতার জন্য ক্রীড়া বিষয়সমূহ অনুষ্ঠানের জন্য নির্ধারিত হয়:[৬]
প্রথমবারের মতো বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় হাই ডাইভিং ক্রীড়াবিষয় অন্তর্ভুক্ত করা হয়।[৭]
উদ্বোধনী অনুষ্ঠান ১৯ জুলাই, ২০১৩ তারিখে অনুষ্ঠিত হয়।[৮]
* স্বাগতিক দেশ
এবারের প্রতিযোগিতায় ১৮১ দেশের প্রতিযোগীগণ অংশগ্রহণ করেন।[৯][১০][১১][১২] ইকুয়েডর বর্তমানে ফিনা কর্তৃপক্ষ কর্তৃক নিষিদ্ধ অবস্থায় রয়েছে। তাই, ফিনা পতাকা নিয়ে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করেছে।[১৩]
নিম্নবর্ণিত বিশ্বরেকর্ডসমূহ প্রতিযোগিতা চলাকালে সৃষ্ট হয়: