২০০৪ এএফসি কাপ

২০০৪ এএফসি কাপ
বিবরণ
তারিখ১০ ফেব্রুয়ারি – ২৬ নভেম্বর ২০০৪
দল১৮ (১১টি অ্যাসোসিয়েশন থেকে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়নসিরিয়া আল-জইশ (১ম শিরোপা)
রানার-আপসিরিয়া আল-ওয়াহদা
পরিসংখ্যান
ম্যাচ৬১
গোল সংখ্যা১৭৮ (ম্যাচ প্রতি ২.৯২টি)
শীর্ষ গোলদাতাসিঙ্গাপুর ইন্দ্র সাহদন দাউদ
সিঙ্গাপুর এগমার গঞ্জালভেজ
(৭টি করে গোল)

২০০৪ এএফসি কাপ হল এশীয় আন্তর্জাতিক ক্লাব ফুটবলের দ্বিতীয় সারি এএফসি কাপ প্রতিযোগিতার সর্বপ্রথম আসর। এই আসরে একটি সর্ব-সিরিয়ান ফাইনালে আল-জইশ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল এবং এএফসি কাপের প্রথম চ্যাম্পিয়ন হিসেবে অবতীর্ণ হয়েছিল।

উপমহাদেশীয় ক্লাবের মধ্যে ভারতের ইস্টবেঙ্গল ক্লাব কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত অগ্রসর হয়ে নজর কেড়েছিল।

দল

দক্ষিণ ও মধ্য এশিয়া
  1. ভারত ইস্টবেঙ্গল
  2. ভারত মহিন্দ্র ইউনাইটেড
  3. বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
  4. তুর্কমেনিস্তান নিসা আসগাবাত
  5. তুর্কমেনিস্তান নেবিৎচি বলকানাবাত

পূর্ব এশিয়া
  1. হংকং হ্যাপি ভ্যালি এএ

পশ্চিম এশিয়া
  1. সিরিয়া আল-জইশ
  2. সিরিয়া আল-ওয়াহদা
  3. ওমান ধোফার ক্লাব
  4. লেবানন অলিম্পিক বেইরুট
  5. লেবানন আল-নেজমেহ
  6. ইয়েমেন আল-শাব ইব

দক্ষিণ-পূর্ব এশিয়া
  1. মালদ্বীপ ভ্যালেন্সিয়া ফুটবল ক্লাব
  2. মালদ্বীপ আইল্যান্ড ক্লাব
  3. সিঙ্গাপুর গেলাং ইউনাইটেড
  4. সিঙ্গাপুর হোম ইউনাইটেড
  5. মালয়েশিয়া পেরাক এফএ
  6. মালয়েশিয়া নেগেরি সেমবিলান এফএ

গ্রুপ পর্ব

প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন এবং শ্রেষ্ঠ তিনটি রানার্সআপ দল নকআউট পর্বে উত্তীর্ণ হয়েছিল।

গ্রুপ এ

দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন লেবানন NJM তুর্কমেনিস্তান NIS ইয়েমেন IBB বাংলাদেশ MUK
লেবানন আল-নেজমেহ (Q) ১১ +৯ ১৬ নক-আউট পর্ব ৩–১ ৩–০ ২–০
তুর্কমেনিস্তান নিসা আসগাবাত −১ সম্ভাব্য নক-আউট পর্ব ০–১ '"`UNIQ--templatestyles-০০০০০০০০-QINU`"'বাতিল^ ১–০
ইয়েমেন আল-শাব ইব ১–১ ০–১ ৩–০*
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ১০ −৮ ০–১ ০–০ ২–৩
উৎস: [তথ্যসূত্র প্রয়োজন]
(Q) নির্দেশিত পর্বে উত্তীর্ণ।
  • * = মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র মাঠে উপস্থিত হতে না পারায় আল-শাব ইবকে ৩–০ ফলাফলে জয়ী ঘোষণা করা হয়।
  • ^ = ইয়েমেনে ধর্মঘট দেখা দিলে আল-শাব ইব ম্যাচ আয়োজনে ব্যর্থ হয়।

গ্রুপ বি

দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন সিরিয়া WHD ওমান DHO ভারত MAH
সিরিয়া আল-ওয়াহদা (Q) +৬ নক-আউট পর্ব ২–০ ৫–১
ওমান ধোফার ক্লাব −১ সম্ভাব্য নক-আউট পর্ব ১–১ ৪–২
ভারত মহিন্দ্র ইউনাইটেড ১০ −৫ ০–০ ২–১
উৎস: [তথ্যসূত্র প্রয়োজন]
(Q) নির্দেশিত পর্বে উত্তীর্ণ।

গ্রুপ সি

দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন সিরিয়া JSH লেবানন OLY তুর্কমেনিস্তান NEB
সিরিয়া আল-জইশ (Q) +৮ নক-আউট পর্ব ২–০ ৬–০
লেবানন অলিম্পিক বেইরুট (Q) +১ সম্ভাব্য নক-আউট পর্ব ০–০ ২–০
তুর্কমেনিস্তান নেবিৎচি বলকানাবাত ১০ −৯ ০–০ ১–২
উৎস: [তথ্যসূত্র প্রয়োজন]
(Q) নির্দেশিত পর্বে উত্তীর্ণ।

গ্রুপ ডি

দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন সিঙ্গাপুর HOM মালয়েশিয়া PRK হংকং HPV মালদ্বীপ VAL
সিঙ্গাপুর হোম ইউনাইটেড (Q) ১৯ +১৪ ১৪[] নক-আউট পর্ব ২–২ ৫–১ ৫–০
মালয়েশিয়া পেরাক এফএ (Q) ১১ +৫ ১৪[] সম্ভাব্য নক-আউট পর্ব ২–২ ২–১ ২–০
হংকং হ্যাপি ভ্যালি ১৪ −৭ ০–২ ১–২ ৩–১
মালদ্বীপ ভ্যালেন্সিয়া এফসি ১৫ −১২ ০–৩ ০–১ ২–১
উৎস: [তথ্যসূত্র প্রয়োজন]
(Q) নির্দেশিত পর্বে উত্তীর্ণ।
টীকা:
  1. গোল পার্থক্য: হোম ইউনাইটেড +১৪, পেরাক +৫

গ্রুপ ই

দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন ভারত EAB সিঙ্গাপুর GEY মালয়েশিয়া NEG মালদ্বীপ ISL
ভারত ইস্টবেঙ্গল (Q) ১৪ +৬ ১৩[] নক-আউট পর্ব ১–১ ৪–২ ১–১
সিঙ্গাপুর গেলাং ইউনাইটেড (Q) ১২ +৭ ১৩[] সম্ভাব্য নক-আউট পর্ব ২–৩ ২–১ ১–০
মালয়েশিয়া নেগেরি সেমবিলান ১১ +২ ২–১ ০–১ ৬–০
মালদ্বীপ আইল্যান্ড ক্লাব ১৭ −১৫ ১–২ ০–৫ ১–০
উৎস: এএফসি কাপ ২০০৪
(Q) নির্দেশিত পর্বে উত্তীর্ণ।
টীকা:
  1. হেড-টু-হেড ফলাফল ইস্টবেঙ্গল ৩–২; ১–১ গেলাং ইউনাইটেড

নক-আউট পর্ব

কোয়ার্টারফাইনাল সেমিফাইনাল ফাইনাল
            
সিরিয়া আল-ওয়াহদা (অ্যা)
লেবানন নেজমেহ
সিরিয়া আল-ওয়াহদা
সিঙ্গাপুর গেলাং ইউনাইটেড
মালয়েশিয়া পেরাক এফএ
সিঙ্গাপুর গেলাং ইউনাইটেড
সিরিয়া আল-ওয়াহদা
সিরিয়া আল-জইশ (অ্যা)
ভারত ইস্টবেঙ্গল
সিরিয়া আল-জইশ
সিরিয়া আল-জইশ
সিঙ্গাপুর হোম ইউনাইটেড
লেবানন অলিম্পিক বেইরুট
সিঙ্গাপুর হোম ইউনাইটেড

গোলদাতা

এই প্রতিযোগিতায় ৬১টি ম্যাচে ১৭৮টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ২.৯২টি গোল।

৭টি গোল

৬টি গোল

৫টি গোল

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!