সিরীয় ফুটবল ফেডারেশন (আরবি: الاتحاد العربي السوري لكرة القدم, ইংরেজি: Syrian Arab Federation for Football; এছাড়াও সংক্ষেপে এসএএফএফ নামে পরিচিত) হচ্ছে সিরিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩৪ বছর পর ১৯৭০ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত।
এই সংস্থাটি সিরিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে সিরীয় প্রিমিয়ার লীগ, সিরীয় কাপ এবং সিরীয় সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে সিরীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন হাতেম আম ঘাইব এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইব্রাহিম আবাজিদ।
কর্মকর্তা
- ২৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান |
নাম
|
সভাপতি |
হাতেম আম ঘাইব
|
সহ-সভাপতি |
জাকারিয়া কানাত
|
সাধারণ সম্পাদক |
ইব্রাহিম আবাজিদ
|
কোষাধ্যক্ষ |
ইমাদ কাসিম
|
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক |
মুহাম্মদ বাচার
|
প্রযুক্তিগত পরিচালক |
মুহান্নদ আল ফকির
|
ফুটসাল সমন্বয়কারী |
আহমদ ফেসাল
|
জাতীয় দলের কোচ (পুরুষ) |
নাবিল মালুল
|
জাতীয় দলের কোচ (নারী) |
আব্দ আলঘানি তাতিশ
|
রেফারি সমন্বয়কারী |
মুহাম্মদ আল নাহলাউই
|
তথ্যসূত্র
- ↑ ক খ গ "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০।
- ↑ The A-Z of Asian Football 97-98; 1997 Asian Football Confederation
বহিঃসংযোগ