১৯৯৬–৯৭ বঙ্গবন্ধু কাপ

১৯৯৬–৯৭ বঙ্গবন্ধু কাপ
বিবরণ
স্বাগতিক দেশবাংলাদেশ
তারিখডিসেম্বর ১৯৯৬—১০ জানুয়ারি ১৯৯৭
দল১২
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়নমালয়েশিয়া মালয়েশিয়া লাল (১ম শিরোপা)
রানার-আপইন্দোনেশিয়া পিএসএম উজুংপান্ডাং
পরিসংখ্যান
শীর্ষ গোলদাতাইন্দোনেশিয়া ইজাক ফাতারি
সিয়েরা লিওন মুসা কালন

১৯৯৬–৯৭ বঙ্গবন্ধু কাপ ছিল বঙ্গবন্ধু কাপের ১ম আসর। উদ্বোধনী সংস্করণ আসরটি ১৯৯৬ সালের ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি ১৯৯৭ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। মালয়েশিয়া লাল ফাইনালে পিএসএম পিএসএম উজুংপান্ডাংকে ২–১ গোলে পরাজিত করে কাপ জয় লাভ করেছিল।[]

অংশগ্রহণকারী দলসমূহ

দল পূর্ববর্তী সেরা সাফল্য কনফেডারেশন
বাংলাদেশ ঢাকা মোহামেডান অভিষেক এশিয়ান ফুটবল কনফেডারেশন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেসি অভিষেক
বাংলাদেশ ঢাকা আবাহনী অভিষেক
ভারত ইস্টবেঙ্গল ক্লাব অভিষেক
ভারত কলকাতা মোহামেডান অভিষেক
মালয়েশিয়া মালয়েশিয়া লাল অভিষেক
মালয়েশিয়া মালয়েশিয়া নীল অভিষেক
ইন্দোনেশিয়া পিএসএম উজুংপান্ডাং অভিষেক
নেপাল ফ্রেন্ডস ক্লাব কপুন্ডল অভিষেক
থাইল্যান্ড ইস্টার্ন অল স্টার এফসি অভিষেক
ইরান বার্গ শিরাজ অভিষেক
রাশিয়া কসমস ফুটবল ক্লাব অভিষেক উয়েফা

প্রতিযোগিতার ধরন

গ্রুপ-পর্বে ১২টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে খেলেছে। প্রতি গ্রুপে ৩টি দল একে-অপরের সাথে একবার মুখোমুখি হয়েছে। সকল গ্রুপে সর্বমোট তিনটি করে মোট ১২টি খেলা রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী দল তিন পয়েন্ট, ড্র হলে এক পয়েন্ট পায় এবং পরাজিত হলে কোন পয়েন্ট লাভ করেনি। ৪ গ্রুপের শীর্ষস্থানীয় দল সেমি-ফাইনালে উত্তীর্ণ হয় এবং সেমি-ফাইনালে বিজয়ী দুই দল ফাইনাল খেলে।

ভেন্যু

এই আসরের ১৫টি ম্যাচের সবগুলি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হয়।

ঢাকা
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
২৩°৪৩′৪০.২″ উত্তর ৯০°২৪′৪৮.৪″ পূর্ব / ২৩.৭২৭৮৩৩° উত্তর ৯০.৪১৩৪৪৪° পূর্ব / 23.727833; 90.413444 (ঢাকা)
ধারণক্ষমতা: ৩৬,০০০ আসন

ফাইনাল

বিজয়ী

১৯৯৬–৯৭ বঙ্গবন্ধু কাপ বিজয়ী

মালয়েশিয়া লাল
প্রথম শিরোপা

তথ্যসূত্র

  1. "Bangabandhu Cup 1996/97"Rec.Sport.Soccer Statistics Foundation। ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!