১৯৯৬–৯৭ বঙ্গবন্ধু কাপ ছিল বঙ্গবন্ধু কাপের ১ম আসর। উদ্বোধনী সংস্করণ আসরটি ১৯৯৬ সালের ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি ১৯৯৭ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। মালয়েশিয়া লাল ফাইনালে পিএসএম পিএসএম উজুংপান্ডাংকে ২–১ গোলে পরাজিত করে কাপ জয় লাভ করেছিল।[১]
অংশগ্রহণকারী দলসমূহ
প্রতিযোগিতার ধরন
গ্রুপ-পর্বে ১২টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে খেলেছে। প্রতি গ্রুপে ৩টি দল একে-অপরের সাথে একবার মুখোমুখি হয়েছে। সকল গ্রুপে সর্বমোট তিনটি করে মোট ১২টি খেলা রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী দল তিন পয়েন্ট, ড্র হলে এক পয়েন্ট পায় এবং পরাজিত হলে কোন পয়েন্ট লাভ করেনি। ৪ গ্রুপের শীর্ষস্থানীয় দল সেমি-ফাইনালে উত্তীর্ণ হয় এবং সেমি-ফাইনালে বিজয়ী দুই দল ফাইনাল খেলে।
ভেন্যু
এই আসরের ১৫টি ম্যাচের সবগুলি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হয়।
ফাইনাল
বিজয়ী
তথ্যসূত্র
- ↑ "Bangabandhu Cup 1996/97"। Rec.Sport.Soccer Statistics Foundation। ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০।
|
---|
|
জাতীয় দল | |
---|
লীগ প্রতিযোগিতা | |
---|
কাপ প্রতিযোগিতা | ঘরোয়া কাপ | |
---|
আঞ্চলিক | |
---|
আন্তর্জাতিক | |
---|
আন্তঃমহাদেশীয় | |
---|
যুব | |
---|
|
---|
বিলুপ্ত | |
---|
দ্বৈরথ | |
---|
|