১৯৮২ আইসিসি ট্রফিসীমিত ওভারেরক্রিকেটপ্রতিযোগিতা হিসেবে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়। ১৬ জুন থেকে ২০ জুলাই সময়কালে ইংল্যান্ডে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১৬ দেশের জাতীয় দল অংশগ্রহণ করে। প্রত্যেক দল ৬০ ওভারব্যাপী খেলায় অংশ নেয়। খেলায় সাদা পোশাক ও লাল বল ব্যবহৃত হয়। ১৯৭৯ সালের প্রতিযোগিতার ন্যায় সকল খেলা মিডল্যান্ডসে অনুষ্ঠিত হলেও চূড়ান্ত খেলা লিচেস্টারের গ্রেস রোডে আয়োজনের ব্যবস্থা করা হয়। জিম্বাবুয়ে দলবারমুদাকে হারিয়ে ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপের মূল-পর্বের খেলায় অংশগ্রহণের যোগ্যতা লাভ করে। প্রতিযোগিতা আয়োজনকালে দূর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় অনেকগুলো খেলা পূর্বেই শেষ হয়ে যায় অথবা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষিত হয়। তন্মধ্যে পশ্চিম আফ্রিকা দল গ্রুপ পর্বের সাত খেলায় মাত্র দুইটিতে ফলাফল আনতে সক্ষম হয়।