অস্ট্রেলিয়া ক্রিকেট দল পূর্বঘোষিত সময়সূচী মোতাবেক ১৯২১ সালে ইংল্যান্ড গমন করে। এ সফরে দলটি অ্যাশেজ সিরিজ জয়লাভে সমর্থ হয়। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সফরকারীরা প্রথম তিন টেস্ট জয় করে। এরফলে দলটি ১৯২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর একাধারে আট টেস্টে জয় পায়। সিরিজের শেষ দুই টেস্ট অবশ্য ড্রয়ে পরিণত হয়েছিল।
টেস্ট খেলার পাশাপাশি অস্ট্রেলিয়া দল ইংল্যান্ডের শীর্ষস্থানীয় দলগুলোর বিপক্ষে প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেয়। এছাড়াও, গুরুত্বহীন খেলায়ও তারা খেলে। সব মিলিয়ে দলটি ৩৮ খেলায় অংশ নিয়ে ২২টি জয়, ১৪টি ড্র ও মাত্র দুইটি খেলায় পরাভূত হয়েছিল। হেরে যাওয়া খেলাগুলো মৌসুমের শেষদিকে সংঘটিত হয়।