১৬ ফেব্রুয়ারি

১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২
২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮

১৬ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৭তম দিন। বছর শেষ হতে আরো ৩১৮ (অধিবর্ষে ৩১৯) দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

  • ১২৪৯ - ফ্রান্সের রাজা নবম লুই কর্তৃক এন্ড্রু দা লংজুমেওকে মোঙ্গল সাম্রাজ্যের খাগানের কাছে দূত হিসেবে প্রেরণ করা হয়।
  • ১৭০৪ - অবিভক্ত বাংলায় পুলিশী ব্যবস্থার প্রচলন হয়।
  • ১৮০৮ - ফরাসিদের স্পেন দখল।
  • ১৮৬২ - আমেরিকান গৃহযুদ্ধ: জেনারেল উলিসেস এস. গ্রান্ট টেনেসির ফোর্ট‌ ডনেলসন দখল করেন।
  • ১৮৭৩ - স্পেনকে প্রজাতন্ত্র ঘোষণা।
  • ১৯১৮ - কাউন্সিল অব লিথুনিয়ার সর্বসম্মতিক্রমে স্বাধীনতা আইন গৃহীত হয় এবং লিথুনিয়া স্বাধীন রাষ্ট্র ঘোষিত হয়।
  • ১৯২৩ - হাওয়ার্ড কার্টার ফারাও সম্রাট তুতানখামেনের সমাধি উন্মুক্ত করেন।
  • ১৯৩০ - যুক্তরাষ্ট্রের নামকরা কোম্পনী ডু পন্টের গবেষণাগারে প্রথম নাইলন তৈরি করা হয়।
  • ১৯৩৪ - সোশ্যাল ডেমোক্র্যাট ও রিপাবলিকানিশজার স্কাটজবান্ডদের পরাজয়ের মাধ্যমে অস্ট্রীয় গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে।
  • ১৯৩৬ - পপুলার ফ্রন্টের বিজয়। স্পেনে বামপন্থী রিপাবলিকান সরকার প্রতিষ্ঠা।
  • ১৯৪৩ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লাল ফৌজ খারকোভে পুনরায় প্রবেশ করে।
  • ১৯৪৬ - সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রথম জাতিসংঘে ভেটো ক্ষমতা প্রয়োগ করে।
  • ১৯৫৯ - ১ জানুয়ারি একনায়ক ফুলিজেনসো বাতিস্তা উৎখাত হওয়ার পর ফিদেল কাস্ত্রো কিউবার প্রধানমন্ত্রী হন।
  • ১৯৬১ - এক্সপ্লোরার প্রোগ্রাম: এক্সপ্লোরার ৯ উদক্ষেপণ করা হয়।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় সিঙ্গাপুর
  • ১৯৭৪ - পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেন, বাংলাদেশ যদি ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার কার্য স্থগিত করে তবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হবে।
  • ১৯৮৫ - হিজবুল্লাহ গঠিত হয়।
  • ১৯৮৬ - পর্তুগালের প্রথম অসামরিক রাষ্ট্রপতি নির্বাচিত হন ড. মারিও সোরেস।
  • ১৯৯২ - দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় লেবাননের হিজবুল্লার মহা সচিব সাইয়্যেদ আব্বাস মুসাভি শহীদ হন।
  • ২০০৫ - কিয়েটো প্রটোকল কার্যকর হয়।

জন্ম

মৃত্যু

ছুটি ও অন্যান্য

বিশ্ব কালনিতা দিবস

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!