হিরো নম্বর ১তাপস সরঘরিয়া পরিচালিত ওড়িয়া ভাষার চলচ্চিত্র। ছবিটি ২০১৮ সালে মুক্তি পায়। ছবিটি প্রযোজনা করেছে তরঙ্গ সিনে প্রোডাকশন। ৯ম তরং চলচ্চিত্র পুরস্কার ২০১৭ এ চলচ্চিত্রটি একাধারে সেরা চলচ্চিত্রের পুরস্কার, সেরা চলচ্চিত্র পরিচালক (সমালোচক) পুরস্কার, সেরা গল্প, সেরা চিত্রনাট্যকার, সেরা সংলাপ রচয়িতার পুরস্কার জেতে। এছাড়াও ৮ম ওড়িয়া ফিল্মফেয়ার পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০১৭ এ ছবিটি সেরা অভিনেতা বিভাগে পুরস্কার পায়।[১][২][৩][৪]