স্যামুয়েল পি. হান্টিংটন

স্যামুয়েল পি. হান্টিংটন
স্যামুয়েল হান্টিংটন (ছবিটি ২০০৪ সালের জানুয়ারিতে তোলা)
জন্ম
স্যামুয়েল ফিলিপস হান্টিংটন

(১৯২৭-০৪-১৮)১৮ এপ্রিল ১৯২৭
মৃত্যু২৪ ডিসেম্বর ২০০৮(2008-12-24) (বয়স ৮১)
মার্থার ভাইনইয়ার্ড, ম্যাসাচুসেট্‌স
জাতীয়তামার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনস্টাইভেসান্ট উচ্চ বিদ্যালয়
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
শিকাগো বিশ্ববিদ্যালয়
ইয়েল বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণসভ্যতার সংঘাত তত্ত্ব
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররাষ্ট্রবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
যাদেরকে প্রভাবিত করেছেনফ্রান্সিস ফুকুয়ামা
জন মিয়ারশাইমার

স্যামুয়েল পি. হান্টিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রসিদ্ধ রাষ্ট্রবিজ্ঞানী। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি নব্বইয়ের দশকে 'সভ্যতার সংঘাত' (clash of civilizations) নামক তত্ত্বের জন্ম দেন, যেটি পরবর্তীতে সেপ্টেম্বর ১১-র সন্ত্রাসী হামলার পর তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!